আঞ্জুমান আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর নেত্রকোনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

আঞ্জুমান আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর নেত্রকোনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত। আজকের অলিম্পিয়াডে নেত্রকোণা ও আশেপাশের জেলাগুলোর ৩৫টি বিদ্যালয়ের প্রাইমারি ,জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশ নেয়। বৃষ্টিস্নান্ত সকাল নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নেত্রকোণা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সিতাংশু কুমার ভদ্র, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের নেত্রকোণা ব্রাঞ্চের ব্যবস্থাপক ফজলুর বারী, আঞ্জুমান আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাসুদেব সাহা, সহকারী প্রধান শিক্ষক আবদুস সবর, নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো শফিকুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ। ১ ঘন্টা ১৫ মিনিটের এই পরিক্ষা থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে জাতীয় পর্বে । আজকের নেত্রকোণা আঞ্চলিক অলিম্পিয়াডটি স্থানীয় ভাবে সহায়তা করেছে নেত্রকোণার বিজ্ঞান ক্লাব “ম্যাসন”। নেত্রকোনা আঞ্চলিক পর্বের বিজয়ীদের নাম খুব শীগ্রই ওয়েবসাইটে জানানো হবে।বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি),বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। আয়োজনটির টাইটেল স্পনসর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে আছে দৈনিক প্রথম আলো ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। স্থানীয় আয়োজক ম্যাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *