
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনুষ্ঠিত হচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের “চট্টগ্রাম আঞ্চলিক পর্ব”। সকালে কলেজের মাঠ প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের প্রিন্সিপাল কর্নেল মুজিবুর রহমান সিকদার, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক চট্টগ্রাম এর এভিপি জাহিদুল ইসলাম চৌধুরী এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। বক্তব্য শেষে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের পক্ষ থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজকে একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে গ্যাস বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।এই পর্বে প্রাইমারী, জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরিতে বিভিন্ন স্কুলের প্রায় চার শতাধিক আগ্রহী শিক্ষার্থী অংশ নেয়। ১ ঘন্টা ১৫ মিনিট এর এই পরীক্ষা থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে।
