
টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলে অনুষ্ঠিত হল Al-Arafah Islami Bank Limited ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের স্কুল অলিম্পিয়াড। ঐ স্কুল থেকে ২৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করে।মূলত শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করার ও অলিম্পিয়াডের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য এই স্কুল অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।এটি আয়োজনে স্থানীয় ভাবে সহযোগিতা করেছে সৃষ্টি একাডেমিক স্কুল, টাঙ্গাইল ।
