
আফ্রিকার অন্যতম ধনী দেশ বতসোয়ানা । এ বছরের ডিসেম্বরে বতসোয়ানায় অনুষ্ঠিত হবে ১৫তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। আইজেএসও-র প্রস্তুতির জন্য এবং বাংলাদেশের মেয়েদেরকে বিজ্ঞানক্ষেত্রে এগিয়ে নেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে ২য় বারের মতো বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি আয়োজন করতে যাচ্ছে বিডিজেএসও গার্লস ক্যাম্প ২০১৮। ৭ম-১০ম শ্রেণি পড়ুয়া মেয়েরা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে।
অংশগ্রহণ করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন ফি হিসেবে রকেট অথবা বিকাশের মাধ্যমে ১৫০০ টাকা পরিশোধ করতে হবে।
ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে: https://goo.gl/8QtkbBরেজিস্ট্রেশন সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ
মোজাম্মেল হোক (০১৫১৫৬০৭৬৯৭)
বিডিজেএসও এবং আইজেএসও সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ
খালিদ বিন ইসলাম (০১৬৮৮৮২৪৫০৭)