জাতীয় পর্ব নিয়ে যত প্রশ্ন
জাতীয় পর্বের অংশগ্রহণকারীদের তালিকা https://bdjso.org/result-2022/
৭ অক্টোবর, ২০২২, শুক্রবার; ঢাকার আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে। সকাল ৮টায় ভেন্যুর গেট খোলা হবে। এর আগে নয়। বিকেল ৫টায় অনুষ্ঠান শেষ হবে। ভেন্যুর গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/2WBuz1o4wXftz6J8A)
আঞ্চলিক অলিম্পিয়াডের বিজয়ীদের ক্ষেত্রে আঞ্চলিক পর্বের অ্যাডমিট কার্ড নিয়ে আসতে হবে। ই-অলিম্পিয়াড ও স্কুল অলিম্পিয়াডের বিজয়ীদের ক্ষেত্রে তাদের নিজের স্কুলের আইডি কার্ড বা রেজাল্ট কার্ড সাথে নিয়ে আসতে হবে।
ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজির উপর এক কথায় উত্তর ও লিখিত প্রশ্ন।
হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এ তিনটি বিষয়ে প্রশ্ন হবে। তবে প্রাইমারির ক্যাটাগরির ক্ষেত্রে তাদের বইয়ের বিষয়ে থেকে ৩ ভাগে প্রশ্ন থাকবে।
জাতীয় পর্বে উত্তর লেখার জন্য আলাদা খাতা দেয়া হবে সেখানে বড় প্রশ্নের পুরোটা লিখতে হবে। আর এক কথায় উত্তরের জন্য খাতার পিছনে রাফ করতে পারবে।
পরীক্ষার সময়সীমা থাকবে ১ ঘন্টা ৩০ মিনিট থেকে ২ ঘন্টা।
হ্যাঁ, বিডিজেএসও ওয়েবসাইটে (https://bdjso.org/result-2022/eOlympiad/) দেখা যাবে।
যতজন উপযুক্ত বিজয়ী পাওয়া যাবে ততজনকে বিজয়ী করা হবে। নির্দিষ্ট নেই।
স্কুল ড্রেস পরে আসার পরামর্শ থাকবে তবে বাধ্যতামূলক নয়।
নিশ্চিত থাকতে পারেন। তারিখ আর পরিবর্তন করা হচ্ছে না।
দিনব্যাপী অনুষ্ঠান থাকবে। যেমন: মজার বিজ্ঞান কুইজ, বিজ্ঞান বক্তৃতা, প্রশ্ন উত্তর পর্ব, পুরস্কার বিতরণী।
ঐদিনই বিকেলে সমাপনি অনুষ্ঠানে।
সকাল ৮ টার মধ্যে ভেনুতে উপস্থিত থাকতে হবে। অভিভাবক সঙ্গে আসতে পারবে।
শুধু মাত্র শিক্ষার্থীদের জন্য সকাল ১০ টায় হালকা নাস্তা ও দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে। আগত অভিভবকবৃন্দ ও অতিথিরা নিজ ব্যবস্থাপনায় খেতে পারেন।
জাতীয় পর্বের পরদিন অর্থ্যাৎ ৮-১০ অক্টোবর এই তিনদিন চলবে। এটি সম্পূর্ণ আবাসিক ক্যাম্প। কণো অভিভাবক থাকতে পারবে না।
পুরস্কার ও সনদের জন্য অবশ্যই জাতীয় পর্বে অংশগ্রহণ করতে হবে। না আসতে পারলে পরবর্তি এক সপ্তাহের মধ্যে অফিসে এসে প্রমান দেখিয়ে সংগ্রহ করে নিতে হবে।
সে তার স্কুলের আইডি কার্ড বা এই বছরের রেজাল্ট কার্ড নিয়ে আসবে। সাথে স্কুল ড্রেস পরে আসতে হবে।
কী তথ্য ভুল আছে তা info@bdjso.org এই ইমেইল ঠিকানায় জানাতে হবে এবং আঞ্চলিকের অংশগ্রহণ সনদ নিতে হলে আমাদের অফিসে এসে সংগ্রহ করতে হবে।
আমরা সবার কথা বিবেচনা করে বিভিন্ন স্কুলের পরীক্ষা ও এসএসসি পরীক্ষার পর এবং টেস্ট পরীক্ষার বেশ কয়েকদিন আগে আমরা জাতীয় পর্ব আয়োজন করছি। যাতে সবাই অংশ নিতে পারে।