বাংলাদেশ জুনিয়র সায়েন্স ই-অলিম্পিয়াড

বাংলাদেশ জুনিয়র সায়েন্স ই-অলিম্পিয়াড হবে আঞ্চলিক অলিম্পিয়াডের অনুরূপ। রেজিস্ট্রেশনের মাধ্যমে ৩য় থেকে ১০ম শ্রেণি, এসএসসি'২২ পরীক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০০৭ এর পরে যাদের জন্ম এমন ১১শ শ্রেণির শিক্ষার্থীরা এই ই-অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। ই-অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর, রবিবার, সন্ধ্যা ৭টায়। শিক্ষার্থীরা অংশ নিতে পারবে যে কোন জায়গায় বসে ইন্টারনেটের মাধ্যমে। অংশগ্রহণকারীদের মধ্য হতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে।

ই-অলিম্পিয়াড রেজিস্ট্রেশন

রেজিস্ট্রেশন চলবে ১০ সেপ্টেম্বর রাত ১১:৫৯টা পর্যন্ত

ই-অলিম্পিয়াডে অংশ নিতে হলে তোমার অবশ্যই একটি জিমেইল আইডি থাকতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটি জিমেইল আইডি দিতে হবে। তোমার প্রদত্ত জিমেইলে ই-অলিম্পিয়াডের ওয়েবসাইটের ঠিকানাটি পাঠানো হবে। সেই ঠিকানায় গিয়ে তুমি ই-অলিম্পিয়াড দিতে পারবে।

ই-অলিম্পিয়াডের ঠিকানাটি তোমার মেইলে পাঠানো হবে অলিম্পিয়াড শুরুর আগমুহূর্তে। তুমি সেই লিংকে গিয়ে ই-অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।

 

প্রস্তুতিমূলক একটি ডেমো ই-অলিম্পিয়াডে অংশ নিতে পারো তুমি। এজন্য তোমার ক্যাটাগরি অনুযায়ী নিচের লিংকে যাও।

জুনিয়র:  https://goo.gl/MwcRa8

সেকেন্ডারি:  https://goo.gl/7X2frs

বিশেষ: https://goo.gl/PDJHkm