
আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল ঘোষণা
আগামী ৩-১২ ডিসেম্বর ২০১৭ নেদারল্যান্ডসে অনুষ্ঠেয় ১৪তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা হলো আহমেদ নাফিস ফারহান (উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ), রুবায়াত জালাল (রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল), এ.কে.এম. সাদমান মাহমুদ (নটরডেম কলেজ), ইমতিয়াজ তানভীর রহিম (বরিশাল জিলা স্কুল) মুয়াম্বার সারোয়ার নিবিড় (নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল) এবং আবসার খান সিয়াম (মতিঝিল আইডিয়াল স্কুল)।
উল্লেখ্য, বাংলাদেশ দল নির্বাচনের জন্য এবছর দেশজুড়ে ৯টি আঞ্চলিক অলিম্পিয়াড ও একটি ই-অলিম্পিয়াড আয়োজন করা হয়। এ আয়োজনগুলোতে অংশ নেয় প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। এতে অংশ নেয় ৪৮১ জন শিক্ষার্থী। জাতীয় অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় ৩য় বিডিজেএসও ক্যাম্প। ক্যাম্পের ফলাফলের মাধ্যমে নির্বাচন করা হয় বাংলাদেশ দল। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। পৃষ্ঠপোষকতা করছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে ছিল প্রথম আলো এবং ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা।
বাংলাদেশ দলের জন্য শুভ কামনা।