আল-আরাফাহ ইসলামী ব্যাংক
৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০১৯
জাতীয় পর্বের নির্দেশনা
- আগামী ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার ঢাকার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
- আঞ্চলিক পর্ব, স্কুল অলিম্পিয়াড এবং ই-অলিম্পিয়াডের বিজয়ী সকল শিক্ষার্থীদের সকাল ৮ টায় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে উপস্থিত হতে হবে।
- অঞ্চলভিত্তিক আলাদা বুথ হতে প্রথমেই নতুন আইডি কার্ড এবং আঞ্চলিক বিজয়ী হিসেবে টি-শার্ট সংগ্রহ করবে এবং আঞ্চলিক বিজয়ী সার্টিফিকেট তোমাদের নিজ নিজ আসনে পৌঁছে দেওয়া হবে। বিজয়ী শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ড্রেস পরে আসার জন্য অনুরোধ করা হল। আঞ্চলিক পর্বের এডমিট কার্ড, কলম, পেন্সিল, রাবার, ক্যালকুলেটর ও জ্যামিতি বক্স সঙ্গে আনতে হবে।
- কোনো শিক্ষার্থী তার আঞ্চলিক রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেললে অবশ্যই তার জন্মসনদ এবং স্কুল/কলেজের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসবে, প্রয়োজনীয় এই ডকুমেন্ট ব্যতীত সে অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে না।
- চট্টগ্রাম আঞ্চলিক পর্বের বিজয়ীদেরকে অবশ্যই বিজয়ী টি-শার্ট পরে আসতে হবে।
- জাতীয় পর্বে ১ ঘন্টা ৩০ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- উদ্বোধনী অনুষ্ঠানে কোনও অভিভাবক ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক অভিভাবককে অবশ্যই আইডি কার্ড নিয়ে ভেন্যুতে প্রবেশ করতে হবে। উদ্বোধনী পর্বের পর বুথ থেকে আইডি কার্ড দেওয়া হবে। বিশেষভাবে লক্ষণীয়, অলিম্পিয়াড চলাকালীন সময়ে অভিভাবকগণ ক্লাসরুমের ফ্লোরে অবস্থান করতে পারবেন না।
- বিডিজেএসও-র ওয়েবসাইটে দুটি চিঠি ও একটি বিজয়ী ফর্ম দেওয়া আছে। ১ নং চিঠি শিক্ষার্থীর নিজের জন্য এবং ২নং চিঠি তার স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের অনুমতির জন্য। জাতীয় পর্বে আসার পূর্বে নিজ নিজ স্কুল/কলেজের প্রধান শিক্ষককে চিঠিটি দিয়ে জানিয়ে আসবে।
- এছাড়া আঞ্চলিক অলিম্পিয়াড, স্কুল অলিম্পিয়াড এবং ই-অলিম্পিয়াডের সকল বিজয়ীদের জাতীয় পর্বে অংশ নিতে হলে ওয়েবসাইটে দেয়া বিজয়ী ফর্মটি ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর ছবিসহ আগামী ২৯ আগস্টের আগে ফর্মের নিচে উল্লেখিত ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে হবে।
- ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক খুঁজে পেতে সমস্যা হলে গুগল ম্যপস দেখে নিতে পারো। লিংক: https://goo.gl/maps/ZJto5k5D4gC2
- ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর আয়োজকবৃন্দ যেকোন সময় বিডিজেএসওর নিয়মকানুন পরিবর্তন করার অধিকার রাখে।