BdJSO Foundation Camp 2023 Event (Website)

বিডিজেএসও ফাউন্ডেশন ক্যাম্প ২০২৩

যারা বিডিজেএসও প্রস্তুতি একদম শুরু থেকে শুরু করতে চাও, তাদের জন্য এটি একটি প্রস্তুতিমূলক  ক্যাম্প। ক্যাম্পটি অনলাইনে আয়োজিত হয়। ক্যাম্পটি পরিচালনা করেন আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের প্রশিক্ষকগণ। পূর্বের আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও রৌপ্য পদক পাওয়া সদস্যরাও ক্লাস নেন এই ক্যাম্পে।

ক্যাম্পটিতে ৩য়-১০ম শ্রেণির যে কোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা সাপেক্ষে অংশ নিতে পারবে।

BdJSO FPreparation Camp 2022 Cover

বিডিজেএসও প্রিপারেশন ক্যাম্প

বিডিজেএসও-র শেষ পর্যায়ের প্রস্তুতির জন্য আমাদের আয়োজন "বিডিজেএসও প্রিপারেশন ক্যাম্প"।
বিডিজেএসও-তে ভালো করার জন্য শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, সমস্যা সমাধান করার পদ্ধতিও জানা প্রয়োজন। বিডিজেএসও-র সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বিষয়ভিত্তিক সমস্যাগুলো কিভাবে সমাধান শুরু করতে হয় সেই প্রক্রিয়া নিয়েই এই প্রিপারেশন ক্যাম্পের ক্লাসগুলো।
যারা বিডিজেএসও-তে ভালো করতে চায় এবং ভবিষ্যতে দেশের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড থেকে মেডেল অর্জন করতে চায় তাদের জন্য এই ক্যাম্পটি বেশ সহযোগিতা করবে।
ক্যাম্পটিতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির যে কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিতে পারবে।
BdJSO Foundation Camp 2022 (2)

বিডিজেএসও ফাউন্ডেশন ক্যাম্প

যারা বিডিজেএসও প্রস্তুতি একদম শুরু থেকে শুরু করতে চাও, তাদের জন্য এটি একটি প্রস্তুতিমূলক  ক্যাম্প। ক্যাম্পটি অনলাইনে আয়োজিত হয়। ক্যাম্পটি পরিচালনা করেন আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের প্রশিক্ষকগণ। পূর্বের আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও রৌপ্য পদক পাওয়া সদস্যরাও ক্লাস নেন এই ক্যাম্পে।

ক্যাম্পটিতে ৩য়-১০ম শ্রেণির যে কোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা সাপেক্ষে অংশ নিতে পারবে।

101791009_1807057512765711_3096257514369215792_o

বিডিজেএসও সায়েন্স ক্যাম্প ফর কিডস

বাসায় বসে শিশুরা যাতে আনন্দের সঙ্গে বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে অনুসন্ধিৎসু হয়, বিজ্ঞানের আনন্দময় দিকগুলো খুঁজে পায় সেজন্যই এই ক্যাম্পটি আয়োজিত হচ্ছে।
ক্যাম্পটি অনলাইন হলেও শিক্ষার্থীরা যাতে হাতে-কলমে শিখতে পারে সেভাবে ক্লাসগুলো সাজানো হবে। প্রায় সব ক্লাসেই কিছু অ্যাকটিভিটি থাকবে। সেই সঙ্গে থাকবে বাসায় থাকা জিনিসপত্র দিয়ে সায়েন্স এক্সপেরিমেন্ট করার জন্য দুইটি সেশন।
এই ক্যাম্পটিতে ৩য়-৫ম শ্রেণির যে কোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা সাপেক্ষে অংশ নিতে পারবে।

বিডিজেএসও হাই-পারফরমেন্স ক্যাম্প

বরাবরের মত হাই পারফরম্যান্স ক্যাম্প আয়োজিত হয় শুধু নির্বাচিত শিক্ষার্থীদের জন্য। গত বছরের আঞ্চলিক ও জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য হতে প্রবলেম সলভিং স্কিল বিবেচনায় যাদেরকে এই ক্যাম্পের জন্য আমন্ত্রণ জানানো হবে শুধু তারাই এই ক্যাম্পে অংশ নিতে পারবে। এছাড়া সামার ক্যাম্প, গার্লস ক্যাম্প এবং ফাউন্ডেশন ক্যাম্পের পারফরম্যান্স বিবেচনায় শিক্ষার্থীদেরকে এই ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয়।

94521592_1764666450338151_8501780706077179904_o

বিডিজেএসও সামার ক্যাম্প

এই ক্যাম্পটিতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির যে কোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা সাপেক্ষে অংশ নিতে পারবে। ক্যাম্পটি হবে পার্টিসিপেটরি। অর্থাৎ অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।