BdJSO Foundation Camp 2022
ফেসবুক ইভেন্ট


[English version available below]
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) এর প্রস্তুতি একদম গোঁড়ার থেকে শুরু করার জন্য আমরা দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছি "বিডিজেএসও ফাউন্ডেশন ক্যাম্প"।
গতবছর অর্থাৎ ২০২১ সালে এই ফাউন্ডেশন ক্যাম্প থেকে আমরা এমন একজনকে খুঁজে পেয়েছি যে বছর শেষে ২০২১ সালের বাংলাদেশ আইজেএসও দলে যায়গা করে নিতে সক্ষম হয় এবং বাংলাদেশের হয়ে সে একটি ব্রোঞ্জ পদক অর্জন করে।
তাই যারা সামনের বছরগুলোতে বিডিজেএসও-তে ভাল করতে চায়, দেশের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াড থেকে মেডেল অর্জন করতে চায় তাদেরকে ধীরে ধীরে তৈরি করার জন্য এই ফাউন্ডেশন ক্যাম্পটি অনেক সহযোগিতা করবে।
ক্যাম্পটিতে ৩য়-১০ম শ্রেণির যে কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিতে পারবে। আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
..............................
কারা অংশ নিতে পারবে?
১. যাদের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পরে।
২. বর্তমানে ৩য়-১০ম শ্রেণির শিক্ষার্থী।
..............................
ক্যাম্পের তারিখ: ৪-১২ ফেব্রুয়ারি ২০২২
ক্যাম্পের সময়: সন্ধ্যা ৬:৩০টা থেকে ৯:৩০টা
সাধারণভাবে প্রতিদিন দুইটি সেশন অনুষ্ঠিত হবে। তবে এই সময় পরিবর্তন হতে পারে।
শিক্ষার্থীদের ক্যাটাগরি:
প্রাইমারি (৩য়-৫ম)
জুনিয়র (৬ষ্ঠ-৮ম)
সেকেন্ডারি (৯ম-১০ম)
..............................
ক্যাম্পের মেন্টর:
ক্যাম্পটি পরিচালনা করবেন আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের প্রশিক্ষকগণ। পাশাপাশি পূর্বের আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও রৌপ্য পদক পাওয়া সদস্যরাও এই ক্যাম্পে ক্লাস নিবেন।
..............................
নিবন্ধন ফি: ১০২০/- (এক হাজার বিশ টাকা মাত্র)
নিবন্ধনের শেষ সময়: ৩১ জানুয়ারি রাত ১০টা
প্রতি ক্যাটাগরির জন্য আসন সীমিত। তাই আগে এলে আগের ভিত্তিতে রেজিস্ট্রেশন করা হবে।
..............................
অংশগ্রহণের টেকনিক্যাল পদ্ধতি:
ক্যাম্পটি আয়োজিত হবে অনলাইনে (Google Classroom & Zoom ) প্ল্যাটফর্ম।
ক্যাম্পের অংশগ্রহণকারীরা পরবর্তিতে যে সকল সুবিধা পেতে পারে
১. সফলভাবে ক্যাম্প সম্পন্ন করা শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
২. এই ক্যাম্পের পারফরম্যান্স থেকে নির্বাচিত শিক্ষার্থীদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
..............................
নিবন্ধন পদ্ধতি
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে।
বিকাশ নম্বর: 01624959302 বা 01731019792
২. এই বিকাশ নম্বর দুইটি পারসোনাল নম্বর। তাই বিকাশের সেন্ড মানি অপশন ব্যবহার করে ১০২০/= (এক হাজার বিশ টাকা মাত্র বিকাশ ফি সহ) টাকা বিকাশ করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডি (TrxID) সংরক্ষণ বা সেভ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি (https://forms.gle/hzMjj43x3iBHFUAfA) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নির্ধারিত ট্রাঞ্জেকশন আইডিটি (TrxID) ফর্মে উল্লেখ হবে।
৪. ফর্ম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধনের কনফার্মেশন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৫. নিবন্ধনের শেষ সময়: ৩১ জানুয়ারি রাত ১০টা
..............................
যোগাযোগ
এম, ও, বি, জিহাদ
ক্যাম্প সমন্বয়ক, বিডিজেএসও ফাউন্ডেশন ক্যাম্প ২০২২
মোবাইল: +8801832359589
ইমেইল: info@bdjso.org
=====================================================
We are going to organize "BDJSO Foundation Camp" for the second time to start the preparation of Bangladesh Junior Science Olympiad (BDJSO) from the very beginning.
Last year, in 2021, from this foundation camp, we found a student who was able to get a place in the Bangladesh IJSO team of 2021 at the end of the year and won a bronze medal for Bangladesh.
So this foundation camp will help a lot to gradually build those who want to do well in BDJSO in the coming years, to win medals from International Olympiads for the country.
..............................
Who will be able to participate?
1. Those who were born on 1st January 2007 or later.
2. Current students from class 3 to 10
..............................
Date: 4th - 12th February 2022
Time: 6:30 pm - 9:30 pm
Two classes are expected to be held every day. The timetable might be changed.
Student Categories:
Primary (Class 3-5)
Junior (Class 6-8) and
Secondary (Class 9-10).
..............................
Mentors:
The camp will be conducted by the mentors of the Bangladesh team in the International Junior Science Olympiad. Silver and Bronze medal recipients in International Olympiads will also take classes.
..............................
Registration fee: 1020/- (BDT One Thousand Twenty Taka only)
Deadline for registration: 31 January, 10 pm
Seats are limited for each category. So the registration will be done on a first come first basis.
..............................
Technical matters related to participation:
The camp will be taken online completely on Google Classroom and Zoom.
Benefits of participating in the camp:
1. The participants who will complete the camp successfully will get certificates.
2. Participants with best performance will be selected for further training.
..............................
How to register?
1. First you have to pay the registration fee using bKash. bKash number: 01624959302 or 01731019792
2. These are personal numbers, so you will have to use the Send Money option in bKash to send BDT 1020 (with bKash fee). Save the transaction id (TrxID) found in the message from bKash. You will need this in the next step.
3. Then fill in this form (https://forms.gle/hzMjj43x3iBHFUAfA). You will need the transaction id here.
4. Registration will be confirmed within 24 hours by SMS. Please contact us if your registration is not confirmed after 24 hours.
5. Deadline for registration: 31 January, 10 pm
..............................
Contact
M. O. B. JIHAD
Camp Coordinator, BdJSO Foundation Camp 2022
Mobile: +8801832359589
Email: info@bdjso.org