বিডিজেএসও হাই পারফরম্যান্স ক্যাম্প ২০২০

প্রতিবছরের মত এবারও আমরা আয়োজন করছি বিডিজেএসও হাই পারফরম্যান্স ক্যাম্প ২০২০। তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারীর কারণে উদ্ভূত বিশেষ পরিস্থিতির জন্য অন্যবারের মত এবার ঢাকায় ক্যাম্প আয়োজন করা যাচ্ছে না। বরাবরের মত হাই পারফরম্যান্স ক্যাম্প আয়োজিত হবে শুধু নির্বাচিত শিক্ষার্থীদের জন্য। যারা গত বছর আঞ্চলিক পর্বে বিজয়ী হয়ে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছিলো শুধু তারাই এই ক্যাম্পে অংশ নিতে পারবে। ক্যাম্পে অংশ নিতে নিচের শর্তাবলী পুরণ করতে হবে।

১. ২০১৯ সালের বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থী।
২. জন্ম ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পরে।
৩. বর্তমানে ৬ষ্ঠ-১১শ শ্রেণির শিক্ষার্থী।

ক্যাম্পের তারিখ: ৩১ মার্চ ২০২০ থেকে ৪ এপ্রিল ২০২০
ক্যাম্পের সময়: সকাল ১০:০০ - ১১:৩০ ও সন্ধ্যা ৭:০০ - ৭:৩০
প্রতিদিন ২বার ক্লাস হবে। প্রতি ক্লাস দেড় ঘন্টা করে।

সাধারণভাবে প্রতিদিন দুইটি সেশনে লাইভ ক্লাস হবে। তবে এই সময় পরিবর্তন হতে পারে। ক্যাম্পটিতে অংশ নিতে চাইলে প্রথমে ওপরের HP Camp Registration বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।  ফর্মটি পূরণকৃত শিক্ষার্থীদের তথ্য যাচাইবাছাই করে ক্যাম্পে অংশ নেওয়ার নিয়মাবলী, প্রয়োজনীয় পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য মেইলে বা মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো হবে।

ক্যাম্পটি আয়োজিত হবে অনলাইনে। অনলাইনে ক্যাম্পটি আয়োজনের জন্য গুগল ক্লাসরুম (Google Classroom) ব্যবহার করা হবে। ক্লাস নেওয়ার জন্য ব্যবহার করা হবে জুম (Zoom) প্ল্যাটফর্ম। অংশ নিতে হলে নিচের সার্ভিসগুলো ব্যাবহারের সুযোগ থাকতে হবে।

১. একটি জিমেইল (gmail.com) একাউন্ট থাকতে হবে। না থাকলে এখনই gmail.com-এ গিয়ে বিনামূল্যে একটি একাউন্ট খুলে নেওয়া যাবে।
২. স্মার্টফোন ব্যবহার করে ক্যাম্পে অংশ নিতে চাইলে মোবাইলে প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে "Google Classroom" অ্যাপটি ডাউনলোড করে জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে ক্যাম্পে অংশ নিতে চাইলে যে কোন ব্রাউজার দিয়ে classroom.google.com-এই ওয়েবসাইটে গিয়ে জিমেইল একাউন্ট ব্যবহার করে লগ ইন করেই অংশ নেওয়া যাবে।
৩. ক্লাসগুলো নেওয়া হবে জুম (Zoom) প্ল্যাটফর্ম ব্যবহার করে। তাই স্মার্টফোন ব্যবহার করে অংশ নিতে চাইলে প্লেস্টোর থেকে Zoom Cloud Meetings অ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে অংশ নিতে চাইলে https://zoom.us/download এই ওয়েবসাইটে গিয়ে জুম সফটওয়ারটি কম্পিউটারে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
৪. যেহেতু ক্যাম্পটি হবে অনলাইনে এজন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ক্লাসগুলো অনলাইনে হবে, তাই লাইভ ভিডিও ক্লাসে অংশ নিতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বা পর্যাপ্ত ইন্টারনেট ডাটার প্রয়োজন হবে। ব্রডব্যান্ড কানেকশন না থাকলে মোবাইলে একটি বড় (৫-৬ জিবি) ইন্টারনেট প্যাকেজ কিনে নেওয়া যেতে পারে। বাকি টেকনিক্যাল তথ্য নির্বাচিত শিক্ষার্থীদের মেইলে জানিয়ে দেওয়া হবে। কীভাবে গুগল ক্লাসরুম, জুম ও অন্যান্য সার্ভিস ব্যবহার করে ক্লাসে অংশ নেওয়া যাবে তা শেখানোর জন্য আলাদা ব্যবস্থা করা হবে।

ক্যাম্পের পাঠ্যসূচি

ক্যাম্পটিতে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেওয়ার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও সমস্যা সমাধান সম্পর্কে যে দক্ষতা থাকা দরকার তার প্রস্তুতিমূলক বিষয়াদি আলোচিত হবে। এছাড়া পূর্বের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমস্যা কীভাবে সমাধান করতে হয় তাও শেখানো হবে। ক্যাম্পে প্রতিটি ক্লাসে কিছু সমস্যা দেওয়া হবে হোমওয়ার্ক হিসেবে। এছাড়া ক্যাম্প শেষে একটি পরীক্ষাও নেওয়া হবে।

ক্যাম্পের মূল্যায়ন পদ্ধতি

১. লাইভ ক্লাসে অংশগ্রহণ (২০%)
২. ক্লাসওয়ার্ক/হোমওয়ার্ক (৪০%)
৩. মূল্যায়ন পরীক্ষা (৪০%)

ক্যাম্পের মেন্টর

ক্যাম্পটি পরিচালনা করবেন আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশের দলের প্রশিক্ষকবৃন্দ। বিশেষ কিছু ক্লাস নিবেন পূর্বের বছরগুলোতে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা।

ক্যাম্পের অংশগ্রহণকারীরা পরবর্তিতে যে সকল সুবিধা পেতে পারে

১. সফলভাবে ক্যাম্প সম্পন্ন করা শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
২. এই ক্যাম্পের পারফরম্যান্স থেকে নির্বাচিত শিক্ষার্থীদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
৩. বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২০-এর বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থী নির্বাচনে এই ক্যাম্পের পারফরম্যান্স বিবেচিত হতে পারে।

যোগাযোগ: info@bdjso.org
info@spsb.org