ফেসবুক ইভেন্ট

BdJSO Science Camp for Kids

বিশ্বব্যাপী মহামারী শুরু হওয়ায় অনলাইনেই আমরা বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে শিশু-কিশোরদের জন্য নানা কিছু আয়োজন করছি। এরমধ্যেই হাইস্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে বিডিজেএসও হাই পারফরম্যান্স ক্যাম্প ও বিডিজেএসও সামার ক্যাম্প। ওই ক্যাম্পগুলোতে অংশ নেওয়া আড়াইশো শিক্ষার্থী অংশ নেয়। ওই ক্যাম্পগুলো আয়োজনের পর অনেকেই আমাদের অনুরোধ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের জন্য কিছু করতে, সেজন্যই এবার আমরা আয়োজন করছি "BdJSO Science Camp for Kids"।

বাসায় বসে শিশুরা যাতে আনন্দের সঙ্গে বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে অনুসন্ধিৎসু হয়, বিজ্ঞানের আনন্দময় দিকগুলো খুঁজে পায় সেজন্যই এই ক্যাম্পটি আয়োজিত হচ্ছে।

ক্যাম্পটি অনলাইন হলেও শিক্ষার্থীরা যাতে হাতে-কলমে শিখতে পারে সেভাবে ক্লাসগুলো সাজানো হবে। প্রায় সব ক্লাসেই কিছু অ্যাকটিভিটি থাকবে। সেই সঙ্গে থাকবে বাসায় থাকা জিনিসপত্র দিয়ে সায়েন্স এক্সপেরিমেন্ট করার জন্য দুইটি সেশন।

এই ক্যাম্পটিতে ৩য়-৫ম শ্রেণির যে কোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা সাপেক্ষে অংশ নিতে পারবে। ক্যাম্পটি হবে পার্টিসিপেটরি। অর্থাৎ অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
..............................
কারা অংশ নিতে পারবে?
১. যাদের জন্ম ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পরে।
২. বর্তমানে ৩য়-৫ম শ্রেণির শিক্ষার্থী।
..............................
ক্যাম্পের তারিখ: ১৫-২৬ জুন ২০২০
ক্যাম্পের সময়: সন্ধ্যা ০৭:৩০ হতে ০৯:০০ টা

সাধারণভাবে প্রতিদিন দেড় ঘন্টা করে ক্লাস হবে। তবে এই সময় পরিবর্তন হতে পারে।প্রত্তেক ৩দিন পর পর ১দিন এর বিরতি বা ছুটি থাকবে।
..............................
ক্যাম্পে কী পড়ানো হবে?

ক্যাম্পে মোট সেশন থাকবে ১০টি। সেশনগুলোর বিষয়:

১. The Science behind Your Daily Diet
২. What you need to know about COVID-19
৩. How your Body Works/The Houman Body
৪. From Atom to the Universe
৫. Building Blocks of Matter
৬. Mixtures and Reactions
৭. Kitchen Chemistry I
৮. Kitchen Chemistry II
৯. Heat, Energy, and Matters
১০. Physical Quantity and Graph

প্রতিটি সেশন সম্পর্কে বিস্তারিত সিলেবাস শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হবে। প্রয়োজনীয় রিসোর্স ও ম্যাটেরিয়ালসও প্রদান করা হবে।

পাঠদানের বিশেষত্ব:

- শিশুদের উপযোগি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান বিষয়ে সেশন থাকবে।
- প্রতিটি সেশনে কিছু অ্যাকটিভিটি রাখার চেষ্টা থাকবে।
- বাসায় বসে করা যায় এমন সায়েন্স এক্সপেরিমেন্টের দুইটি বিশেষ সেশন থাকবে।
- প্রতি সেশন শেষে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক দেওয়া হবে, যাতে শিশুরা এঙ্গেইজড হয়।
- সব সেশনেই সমস্যা সমাধান কৌশল নিয়ে আলোচনা হবে, যাতে শিশুরা অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হয়।
- সেশনগুলোতে যে বিষোয়গুলো আলোচনা করা হবে তা শিশুর স্কুলের সিলেবাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই সেশনগুলো শেষে ক্লাসের বিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা হবে, যা তার একাডেমিক পড়ায় সয়াহ্যক হবে।
- ক্যাম্প শেষেও মেন্টরদের সহায়তা পাওয়া যাবে।
..............................
ক্যাম্পের মেন্টর

ক্যাম্পটি পরিচালনা করবেন আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের প্রশিক্ষকগণ। পূর্বের আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদকপ্রাপ্ত সদস্যরাও ক্লাস নিবেন এই ক্যাম্পে।
..............................

নিবন্ধন ফি: ১০০০/- (একহাজার টাকা মাত্র)
..............................
অংশগ্রহণের টেকনিক্যাল পদ্ধতি

ক্যাম্পটি আয়োজিত হবে অনলাইনে। অনলাইনে ক্যাম্পটি আয়োজনের জন্য গুগল ক্লাসরুম (Google Classroom) ব্যবহার করা হবে। ক্লাস নেওয়ার জন্য ব্যবহার করা হবে জুম (Zoom) প্ল্যাটফর্ম। অংশ নিতে হলে নিচের সার্ভিসগুলো ব্যাবহারের সুযোগ থাকতে হবে।
১. একটি জিমেইল (gmail.com) একাউন্ট থাকতে হবে। না থাকলে এখনই gmail.com-এ গিয়ে বিনামূল্যে একটি একাউন্ট খুলে নেওয়া যাবে।
২. স্মার্টফোন ব্যবহার করে ক্যাম্পে অংশ নিতে চাইলে মোবাইলে প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে "Google Classroom" অ্যাপটি ডাউনলোড করে জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে ক্যাম্পে অংশ নিতে চাইলে যে কোন ব্রাউজার দিয়ে classroom.google.com-এই ওয়েবসাইটে গিয়ে জিমেইল একাউন্ট ব্যবহার করে লগ ইন করেই অংশ নেওয়া যাবে।
৩. ক্লাসগুলো নেওয়া হবে জুম (Zoom) প্ল্যাটফর্ম ব্যবহার করে। তাই স্মার্টফোন ব্যবহার করে অংশ নিতে চাইলে প্লেস্টোর থেকে Zoom Cloud Meetings অ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে অংশ নিতে চাইলে https://zoom.us/download এই ওয়েবসাইটে গিয়ে জুম সফটওয়ারটি কম্পিউটারে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
৪. যেহেতু ক্যাম্পটি হবে অনলাইনে এজন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ক্লাসগুলো অনলাইনে হবে, তাই লাইভ ভিডিও ক্লাসে অংশ নিতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বা পর্যাপ্ত ইন্টারনেট ডাটার প্রয়োজন হবে। ব্রডব্যান্ড কানেকশন না থাকলে মোবাইলে একটি বড় (৫-৬ জিবি) ইন্টারনেট প্যাকেজ কিনে নেওয়া যেতে পারে।

বাকি টেকনিক্যাল তথ্য নিবন্ধিত শিক্ষার্থীদের মেইলে জানিয়ে দেওয়া হবে। কীভাবে গুগল ক্লাসরুম, জুম ও অন্যান্য সার্ভিস ব্যবহার করে ক্লাসে অংশ নেওয়া যাবে তা শেখানোর জন্য আলাদা ব্যবস্থা করা হবে।
..............................
ক্যাম্পের মূল্যায়ন পদ্ধতি

১. লাইভ ক্লাসে অংশগ্রহণ (৪০%)
২. ক্লাসওয়ার্ক/হোমওয়ার্ক/এসাইনমেন্ট (৬০%)

ক্যাম্প শেষে ন্যুনতম ৫০% নম্বর পাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ বলে বিবেচিত হবে।
...............................
ক্যাম্পের অংশগ্রহণকারীরা পরবর্তিতে যে সকল সুবিধা পেতে পারে

১. সফলভাবে ক্যাম্প সম্পন্ন করা শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
২. এই ক্যাম্পের পারফরম্যান্স থেকে নির্বাচিত শিক্ষার্থীদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
..............................
নিবন্ধন পদ্ধতি

১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে। নিবন্ধন ফি প্রদান করার বিকাশ নম্বর: 01624959302 বা 01731019792
২. এই বিকাশ নম্বর দুইটি পারসোনাল নম্বর। তাই বিকাশের সেন্ড মানি অপশন ব্যবহার করে ১০২০ (বিকাশ ফি সহ) টাকা বিকাশ করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডিটি সংরক্ষণ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি (https://forms.gle/mhDTFjGaHC5M3wUX7) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় ট্রাঞ্জেকশন আইডিটি প্রয়োজন হবে।
৪. ফর্ম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধন কনফার্মেশন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
..............................
যোগাযোগ

মিরাজ আহাম্মাদ সাদি
ক্যাম্প সমন্বয়ক, বিডিজেএসও সায়েন্স ক্যাম্প ফর কিডস ২০২০

মোবাইল: +8801678045743
ইমেইল: info@bdjso.org, info@spsb.org