বিডিজেএসও সামার ক্যাম্প ২০২০
ফেসবুক ইভেন্ট
94521592_1764666450338151_8501780706077179904_o

বিডিজেএসও সামার ক্যাম্প ২০২০

আমরা আশাবাদী, নিশ্চয় করোনা মহামারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এবং প্রতিবারের মত আবারও আমরা জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করতে পারবো। অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিতরা অংশ জার্মানিতে ১৭তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে।

তাই আমরা সকল প্রস্তুতি শুরু করেছি। প্রস্তুতির অংশ হিসেবে এর মধ্যেই গতবছরের আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে অনলাইনে একটি হাই পারফরম্যান্স ক্যাম্প আয়োজন করা হয়েছে। প্রায় দেড়শত শিক্ষার্থী ওই ক্যাম্পে অংশ নিয়েছে। আমাদের ওই অনলাইন ক্যাম্পের আয়োজনের সময় এবং পরে অনেকে আগ্রহ জানিয়েছেন, সবার জন্য উন্মুক্ত একটি ক্যাম্প আয়োজন করা যায় কিনা। সেজন্যই আমরা এবার আয়োজন করছি, “বিডিজেএসও সামার ক্যাম্প ২০২০”। করোনা পরিস্থিতির কারণে এই আয়োজনটিও আমরা করবো অনলাইনে।

এই ক্যাম্পটিতে ৬ষ্ঠ-১০ম শ্রেণির যে কোন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা সাপেক্ষে অংশ নিতে পারবে। ক্যাম্পটি হবে পার্টিসিপেটরি। অর্থাৎ অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
..............................
কারা অংশ নিতে পারবে?
১. যাদের জন্ম ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পরে।
২. বর্তমানে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থী।
..............................
ক্যাম্পের তারিখ: ৪-১৩ মে ২০২০
ক্যাম্পের সময়: সকাল ০৯:৩০ - ১১:০০ বা সকাল ১১:০০ - দুপুর ১২:৩০
সাধারণভাবে প্রতিদিন দেড় ঘন্টা করে ক্লাস হবে। তবে এই সময় পরিবর্তন হতে পারে।
ক্যাটাগরি: ক্যাম্পে ক্লাসগুলো হবে দুই ক্যাটাগরিতে। জুনিয়র (৬ষ্ঠ-৮ম) ও সেকেন্ডারি (৯ম-১০ম)।
..............................
ক্যাম্পের পাঠ্যসূচি
ক্যাম্পটিতে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেওয়ার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত ও সমস্যা সমাধান সম্পর্কে যে দক্ষতা থাকা দরকার তার প্রস্তুতিমূলক বিষয়াদি আলোচিত হবে। এছাড়া পূর্বের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমস্যা কীভাবে সমাধান করতে হয় তাও শেখানো হবে। ক্যাম্পে প্রতিটি ক্লাসে কিছু সমস্যা দেওয়া হবে হোমওয়ার্ক হিসেবে। এছাড়া ক্যাম্প শেষে একটি পরীক্ষাও নেওয়া হবে।

তবে ক্যাম্পে আলোচিত বিষয়গুলো স্কুলের সিলেবাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই বিশেষ সুবিধা হবে স্কুলের পড়ার ক্ষেত্রেও।
..............................
ক্যাম্পের মেন্টর

ক্যাম্পটি পরিচালনা করবেন আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের প্রশিক্ষকগণ। পূর্বের আন্তর্জাতিক অলিম্পিয়াডে ব্রোঞ্জ ও রৌপ্য পদক পাওয়া সদস্যরাও ক্লাস নিবেন এই ক্যাম্পে।
..............................
নিবন্ধন ফি: ৫০০/- (পাঁচশত টাকা মাত্র)
..............................
অংশগ্রহণের টেকনিক্যাল পদ্ধতি

ক্যাম্পটি আয়োজিত হবে অনলাইনে। অনলাইনে ক্যাম্পটি আয়োজনের জন্য গুগল ক্লাসরুম (Google Classroom) ব্যবহার করা হবে। ক্লাস নেওয়ার জন্য ব্যবহার করা হবে জুম (Zoom) প্ল্যাটফর্ম। অংশ নিতে হলে নিচের সার্ভিসগুলো ব্যাবহারের সুযোগ থাকতে হবে।
১. একটি জিমেইল (gmail.com) একাউন্ট থাকতে হবে। না থাকলে এখনই gmail.com-এ গিয়ে বিনামূল্যে একটি একাউন্ট খুলে নেওয়া যাবে।
২. স্মার্টফোন ব্যবহার করে ক্যাম্পে অংশ নিতে চাইলে মোবাইলে প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে "Google Classroom" অ্যাপটি ডাউনলোড করে জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে ক্যাম্পে অংশ নিতে চাইলে যে কোন ব্রাউজার দিয়ে classroom.google.com-এই ওয়েবসাইটে গিয়ে জিমেইল একাউন্ট ব্যবহার করে লগ ইন করেই অংশ নেওয়া যাবে।
৩. ক্লাসগুলো নেওয়া হবে জুম (Zoom) প্ল্যাটফর্ম ব্যবহার করে। তাই স্মার্টফোন ব্যবহার করে অংশ নিতে চাইলে প্লেস্টোর থেকে Zoom Cloud Meetings অ্যাপটি মোবাইলে ইন্সটল করে নিতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে অংশ নিতে চাইলে https://zoom.us/download এই ওয়েবসাইটে গিয়ে জুম সফটওয়ারটি কম্পিউটারে ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে।
৪. যেহেতু ক্যাম্পটি হবে অনলাইনে এজন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ক্লাসগুলো অনলাইনে হবে, তাই লাইভ ভিডিও ক্লাসে অংশ নিতে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন বা পর্যাপ্ত ইন্টারনেট ডাটার প্রয়োজন হবে। ব্রডব্যান্ড কানেকশন না থাকলে মোবাইলে একটি বড় (৫-৬ জিবি) ইন্টারনেট প্যাকেজ কিনে নেওয়া যেতে পারে।

বাকি টেকনিক্যাল তথ্য নিবন্ধিত শিক্ষার্থীদের মেইলে জানিয়ে দেওয়া হবে। কীভাবে গুগল ক্লাসরুম, জুম ও অন্যান্য সার্ভিস ব্যবহার করে ক্লাসে অংশ নেওয়া যাবে তা শেখানোর জন্য আলাদা ব্যবস্থা করা হবে।
..............................
ক্যাম্পের মূল্যায়ন পদ্ধতি
১. লাইভ ক্লাসে অংশগ্রহণ (২০%)
২. ক্লাসওয়ার্ক/হোমওয়ার্ক (৪০%)
৩. মূল্যায়ন পরীক্ষা (৪০%)

ক্যাম্প শেষে ন্যুনতম ৫০% নম্বর পাওয়া শিক্ষার্থীরা উত্তীর্ণ বলে বিবেচিত হবে।
...............................
ক্যাম্পের অংশগ্রহণকারীরা পরবর্তিতে যে সকল সুবিধা পেতে পারে
১. সফলভাবে ক্যাম্প সম্পন্ন করা শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
২. এই ক্যাম্পের পারফরম্যান্স থেকে নির্বাচিত শিক্ষার্থীদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
..............................
নিবন্ধন পদ্ধতি
১. প্রথমেই বিকাশের মাধ্যমে নিবন্ধন ফি প্রদান করতে হবে। নিবন্ধন ফি প্রদান করার বিকাশ নম্বর: 01624959302 বা 01731019792
২. এই বিকাশ নম্বর দুইটি পারসোনাল নম্বর। তাই বিকাশের সেন্ড মানি অপশন ব্যবহার করে ৫০৫ (বিকাশ ফি সহ) টাকা বিকাশ করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডিটি সংরক্ষণ করতে হবে।
৩. এরপর এই ফর্মটি (https://forms.gle/mhDTFjGaHC5M3wUX7) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় ট্রাঞ্জেকশন আইডিটি প্রয়োজন হবে।
৪. ফর্ম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধন কনফার্মেশন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
..............................
যোগাযোগ
আহমেদ নাফিস ফারহান
ক্যাম্প সমন্বয়ক, বিডিজেএসও সামার ক্যাম্প ২০২০
মোবাইল: +8801671189695
ইমেইল: info@bdjso.org, info@spsb.org