আঞ্চলিক পর্ব: রেজিস্ট্রেশনের তথ্য
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২২) এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২২ আগস্ট ২০২২ থেকে। এবারের বিডিজেএসও ২০২২-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে চারটি শহরে। অঞ্চলগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ও নেত্রকোনা। ঢাকা ও নেত্রকোনায় ২২ আগস্ট ২০২২ এবং চট্টগ্রাম ও খুলনায় ২৩ আগস্ট ২০২২ অফলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে।
এই ৪টি আঞ্চলিক পর্বেই যেকোনো অঞ্চলের ৩য়-১০ম শ্রেণী, এসএসসি'২২ পরীক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০০৭ এর পরে যাদের জন্ম এমন ১১শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তাই আঞ্চলিক পর্বে অংশ নিতে হলে আসন শেষ হবার আগেই যে কেউ সরাসরি রেজিস্ট্রেশনের স্থানে এসে বর্তমানে অধ্যয়নরত ক্লাসের প্রমাণপত্র প্রদর্শন করে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করা যাবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
আসন সংখ্যা সীমিত। তাই “আগে এলে আগে” ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। একজন শিক্ষার্থী একটি মাত্র আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে। তাই সুবিধাজনক বা কাছাকাছি যেকোনো একটি অঞ্চলে রেজিস্ট্রেশন করতে হবে।
অঞ্চল | অন্তর্ভুক্ত জেলা | রেজিস্ট্রেশনের ঠিকানা | আঞ্চলিক অলিম্পিয়াডের সম্ভাব্য তারিখ | আঞ্চলিক অলিম্পিয়াডের ভেন্যুর ঠিকানা |
ঢাকা | ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী | শেলটেক নিরিবিলি (২য় তলা), ২১০/২ এলিফেন্ট রোড, ঢাকা।https://goo.gl/maps/d5P6RHrm3oDVoVjK8
মোবাইল: 01567963471 |
৯ সেপ্টেম্বর | লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়, পান্থপথ, ঢাকা |
খুলনা | খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর | বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট। ৪২, টি.বি ক্রস রোড, খুলনা।https://goo.gl/maps/GfnUfmBypPgKZxfRA
মোবাইল : 01701121617 |
৯ সেপ্টেম্বর | সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা |
ই-অলিম্পিয়াড | bdjso.org/eolympiad |
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড : সমস্যা ও সমাধান সংকেত বইটির সহায়তা নিতে পারো। এছাড়া প্রস্তুতি পেজে পেয়ে যাবে বিস্তারিত।