বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে।
ভেন্যু: IUBAT – International University of Business Agriculture and Technology
গুগল ম্যাপে লোকেশন:
https://maps.app.goo.gl/Z3DC2EH5E4WGij2p8
তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৫।
অংশগ্রহণ করবে ৬টি আঞ্চলিক পর্বের বিজয়ী, ই-অলিম্পিয়াড বিজয়ী এবং স্কুল অলিম্পিয়াডের বিজয়ীরা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)। টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।