ঘোষণা

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৪) এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
লিংক: online.bdjso.org

আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত রেজিঃ করা যাবে।

                                                                                                                  জাতীয় পর্ব, জাতীয় পর্ব!

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব আগামী ৯ সেপ্টেম্বর, শনিবার ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সারাদেশ থেকে নির্বাচিত আঞ্চলিক পর্ব ও স্কুল অলিম্পিয়াডের প্রায় ৫০০ জন বিজয়ী এতে অংশগ্রহণ করবে।
সেদিন সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পর্বে নানান আয়োজন থাকবে। সেদিনই বিকেলে জাতীয় পর্বের বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
জাতীয় পর্বের প্রবেশপত্র সহ বিস্তারিত নিয়মাবলী ও নির্দেশনা কিছুদিন পর ইমেইলে পাঠিয়ে দেয়া হবে।

পরদিন জাতীয় পর্বের বিজয়ীদের থেকে জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির নির্বাচিত কয়েকজনকে নিয়ে ১০-১২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ৩ দিনের “জাতীয় বিডিজেএসও ক্যাম্প”। সেখানে আরও বেশ কিছু পরীক্ষার ফলাফল, তাদের দলগত আচরণ, বাসার বাহিরে থাকার অভিজ্ঞতা, ভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া ক্ষমতা ইত্যাদি বিবেচনা করে গঠন করা হবে আইজেএসও ২০২৩ বাংলাদেশ দল।

যারা স্বপ্ন দেখো যে, আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা হাতে দেশকে প্রতিনিধিত্ব করবে, দেশের জন্য সম্মানজনক পদক অর্জন করে নিয়ে আসবে তারা এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে থাকো। আর, যারা দলে জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী তাদের ১ বছরের মেয়াদ সহ পাসপোর্ট থাকাটা অনেক জরুরী। এটা তোমাকে আইজেএসও দলে চান্স পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখবে।

এবারের Bangladesh Junior Science Olympiad আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি , Bangladesh Freedom Foundation-BFF & National Museum of Science & Technology, Bangladesh . সহযোগী হিসেবে আছে Prothom Alo & MASLab . ম্যাগাজিন পার্টনার হিসেবে আছে Kishor Alo – কিশোর আলো & বিজ্ঞানচিন্তা।

জরুরী ঘোষণা

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৩

জাতীয় পর্বের নির্দেশনা

    • আগামী ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
    • আঞ্চলিক পর্ব, স্কুল অলিম্পিয়াড এবং অনলাইন অলিম্পিয়াডের বিজয়ী সকল শিক্ষার্থীদের সকাল ৮ টায় জাতীয় বিজ্ঞান কমপ্লেক্সে উপস্থিত হতে হবে।
    • অঞ্চলভিত্তিক আলাদা বুথ হতে প্রথমেই নতুন আইডি কার্ড এবং আঞ্চলিক, স্কুল ও অনলাইন অলিম্পিয়াড বিজয়ী হিসেবে টি-শার্ট সংগ্রহ করবে এবং বিজয়ী সার্টিফিকেট তোমাদের নিজ নিজ আসনে পৌঁছে দেওয়া হবে। বিজয়ী শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ড্রেস পরে আসার জন্য অনুরোধ করা হল। আঞ্চলিক পর্বের এডমিট কার্ড, কলম, পেন্সিল, রাবার, ক্যালকুলেটর ও জ্যামিতি বক্স সঙ্গে আনতে হবে। 
    • শিক্ষার্থীকে অবশ্যই প্রমাণ হিসেবে তার এডমিট কার্ড এবং আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে। 
    • জাতীয় পর্বে ১ ঘন্টা ৩০ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
  • উদ্বোধনী অনুষ্ঠানে কোনও অভিভাবক ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক অভিভাবককে অবশ্যই আইডি কার্ড নিয়ে ভেন্যুতে প্রবেশ করতে হবে। উদ্বোধনী পর্বের পর বুথ থেকে আইডি কার্ড দেওয়া হবে। বিশেষভাবে লক্ষণীয়, অলিম্পিয়াড চলাকালীন সময়ে অভিভাবকগণ ক্লাসরুমের ফ্লোরে অবস্থান করতে পারবেন না।
  • জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স খুঁজে পেতে সমস্যা হলে গুগল ম্যপস দেখে নিতে পারো। লিংক: https://maps.app.goo.gl/HETr3DKz62eubZWUA
  • ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর আয়োজকবৃন্দ যেকোন সময় বিডিজেএসওর নিয়মকানুন পরিবর্তন করার অধিকার রাখে।