Loading Events

« All Events

  • This event has passed.

পিরোজপুর জেলায় প্রস্তুতি কর্মশালা

July 28 @ 8:00 am - 11:30 am
বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর প্রস্তুতি কর্মশালা। এদিন জেলার মোট ৩টি স্কুলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। এছাড়াও স্থানীয় আরও কয়েকটি স্কুলে প্রচারণা মূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রস্তুতি কর্মশালায় অংশ নেয়া স্কুল গুলোর মধ্যে রয়েছে:
১. সরকারি স্বরুপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ,নেছারাবাদ , পিরোজপুর , বরিশাল ।
প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয় থেকে উপস্থিত ছিল প্রায় চার শতাধিক শিক্ষার্থী।
২. মাহামুদকাঠি ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ,পিরোজপুর ,বরিশাল।
প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয় থেকে উপস্থিত ছিল প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।
৩. অলংকারকাঠি মনিরাম মাধ্যমিক বিদ্যালয়, নেছারাবাদ , পিরোজপুর , বরিশাল।
প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয় থেকে উপস্থিত ছিল প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
প্রস্তুতি কর্মশালায় উক্ত বিদ্যালয়গুলোতে অফলাইন নিবন্ধন সম্পন্ন করা হয় এবং অনলাইন নিবন্ধন সম্পর্কে অবগত করা হয়।

Details

Date:
July 28
Time:
8:00 am - 11:30 am

Venue

পিরোজপুর