BdJSO Foundation Camp 2021
..............................
কারা অংশ নিতে পারবে?
১. যাদের জন্ম ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার পরে।
২. বর্তমানে ৩য়-১০ম শ্রেণির শিক্ষার্থী।
..............................
ক্যাম্পের তারিখ: ২৫-৩১ জানুয়ারি ২০২১
ক্যাম্পের সময়: সন্ধ্যা ৬:৩০ থেকে ৯:৩০
সাধারণভাবে প্রতিদিন দুইটি ক্লাস হবে। তবে এই সময় পরিবর্তন হতে পারে।
প্রতি ক্যাটাগরিতে মোট ক্লাস: ১০টি
৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২০ এর চূড়ান্ত পর্বের ফলাফল প্রকাশ করা হয়েছে
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
অনলাইনে পরীক্ষা সংক্রান্ত আপনার কাঙ্খিত প্রশ্নের উত্তর জানতে FAQ বাটনে ক্লিক করুন।
পুরনো প্রশ্ন
জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে সমাধান করতে পারো পুরনো সব প্রশ্ন। নিচের লিংকে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নেয়া যাবে বিগত বছরসমূহের প্রশ্ন।
১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড
বাংলাদেশের রেকর্ড সাফল্য : চার রৌপ্য ও দুই ব্রোঞ্জপদক জয়
১৬ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ চারটি রৌপ্য ও দুইটি ব্রোঞ্জপদক অর্জন করেছে। ৭০টি দেশের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৬ বয়সীদের আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি কাতারের রাজধানী দোহায় ৩-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ৬ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে সবাই পদক জয়ের গৌরব অর্জন করে। ১১ ডিসেম্বর দুপুরে দোহায় কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।
বাংলাদেশের পক্ষে রৌপ্যপদক জয় করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অভিষেক মজুমদার সন্তু, বরিশাল ক্যাডেট কলেজের মুহতাসিন আল ক্বাফি, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের কাজী তাসফিয়া জাহিন, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের জাকিয়া তাজনূর চৌধুরী দিয়া। এছাড়া ব্রোঞ্জপদক অর্জন করে ময়মনসিংহ জিলা স্কুলের জুহায়ের মাহদিউল আলম আশফি এবং গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আহমেদ আল-জুবায়ের আনাম।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ দল পঞ্চমবারের মতো অংশ নিয়েছে। ৭০টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ওপর প্রতিযোগিতা করে এই গৌরব অর্জন করে বাংলাদেশের শিক্ষার্থীরা। ৩ ডিসেম্বর শুরু হওয়া এই অলিম্পিয়াডে শিক্ষার্থীরা এমসিকিউ, থিওরি ও ব্যবহারিক অংশের পরীক্ষা দেয়। উল্লেখ্য, এর আগে চার বছরে বাংলাদেশ দল ৬টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।
গত জুলাই মাস থেকে আটটি আঞ্চলিক পর্ব, সাতটি স্কুল অলিম্পিয়াড ও একটি ই-অলিম্পিয়াডে অংশ নেয় প্রায় নয় হাজার শিক্ষার্থী। এদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী হয়ে ধাপে ধাপে ছয়জনের বাংলাদেশ দল গঠন করা হয়। যারা আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।