পুরনো প্রশ্ন

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে সমাধান করতে পারো পুরনো সব প্রশ্ন। নিচের লিংকে ক্লিক করে পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নেয়া যাবে বিগত বছরসমূহের প্রশ্ন।

প্রস্তুতি ক্যাম্প

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তুলতে আয়োজন করা হয় বেশ কয়েকটি ক্যাম্প। এর মধ্যে আছে বিডিজেএসও ফাউন্ডেশন ক্যাম্প, বিডিজেএসও গার্লস ক্যাম্প, বিডিজেএসও সামার ক্যাম্প। এছাড়া নির্বাচিতদের নিয়ে আয়োজিত হয় বিডিজেএসও হাই পারফরম্যান্স ক্যাম্প। আইজেএসও এর জন্য প্রস্তুত করে তুলতে বিডিজেএসও জাতীয় পর্বের পর আয়োজন করা হয় বিডিজেএসও ক্যাম্প, বিডিজেএসও এক্সটেনশন ক্যাম্প আর সবশেষে আইজেএসও ক্যাম্প।

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি

অন্য অলিম্পিয়াডগুলোর সঙ্গে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একটু পার্থক্য আছে। আন্তর্জাতিক অলিম্পিয়াড সাধারণত হয় প্রাক-বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা, অংশ নিয়ে পারে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা। কিন্তু আইজেএসও অনুষ্ঠিত হয় অনুর্ধ্ব ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে।

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য প্রথমে জানতে হবে এখানে কী ধরণের প্রশ্ন আসে। এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে নিচের লিংকে।

প্রথম ধাপের প্রস্তুতির জন্য পড়তে হবে ক্লাসের বই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে পারো—ক্লাসের বইতে অনেক কিছুই আছে যেগুলো পরীক্ষার জন্য তোমাদের মুখস্থ করতে বলা হয়। মজার ব্যাপার হল, ঐ জিনিসগুলোর বেশিরভাগের পেছনেই অনেক চমৎকার কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, যেগুলো বুঝতে পারলে আর মুখস্থ করতে হয় না।

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য কী কী বইয়ের সহায়তা নিতে পারো তার একটি তালিকা পাবে এখানে।