বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) 2025

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৫) এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এবছর বিডিজেএসও ২০২৫-এর রেজিস্ট্রেশন চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত।আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে বিভিন্ন আঞ্চলিক এবং স্কুল অলিম্পিয়াড পর্ব।বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব  অনুষ্ঠিত হবে আগস্টের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বর প্রথমার্ধে।জাতীয় পর্বের বিজয়ীদের থেকে প্রায় ৪০ জন নিয়ে তিন দিনের অফলাইন ক্যাম্প অনুষ্ঠিত হবে।এরপর টিম সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। টেস্ট শেষে নির্বাচন করা হবে ৬ জনকে এবং ৪ জনকে ওয়েটিং লিস্টে রাখা হবে। সেখান থেকে তাদের রেজাল্টের পাশাপাশি তাদের যোগাযোগ দক্ষতা , আচরণ , ফিটনেস ও অন্যান্য বিষয় বিবেচনা করে রাশিয়ার জন্য আইজেএসও’২৫ বাংলাদেশ দল গঠিত হবে।

অনলাইন রেজিস্ট্রেশন→

আঞ্চলিক পর্ব→

জাতীয় পর্ব→

তিন দিনের জাতীয় ক্যাম্প→

১০ থেকে ১৫ জনের দল বাছাইকরণ→

এক থেকে দেড় মাসের ক্যাম্প→

টিম সিলেকশন টেস্ট→

 

৬ জনের আইজেএসও’২৫ বাংলাদেশ দল→

বিডিজেএসও তে রেজিস্ট্রেশন করতে পারবে যেকোনো অঞ্চলের ৩য়-১০ম শ্রেণির শিক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০১০ সালের পর যাদের জন্ম এমন একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড : সমস্যা ও সমাধান সংকেত বইটির সহায়তা নিতে পারো। এছাড়া প্রস্তুতি পেজে পেয়ে যাবে বিস্তারিত।