BdJSO 2023

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৩

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৩) এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৬ জুলাই ২০২৩ থেকে। এবছর বিডিজেএসও ২০২৩-এর রেজিস্ট্রেশন চলবে অনলাইনে। এরপর আগস্ট মাসের ১১ তারিখ, শুক্রবার, সকাল ১০ টায় সারাদেশ এর জন্য একযোগে অনলাইন বাছাই হবে। বাছাই পর্ব থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে চারটি বিভাগে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ও নেত্রকোনা। বাকি বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুরের বাছাইকৃত শিক্ষার্থিদের জন্য অনলাইনে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এরপর সকল আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ বিজ্ঞান জাদুঘর কমপ্লেক্স এ জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। 

অনলাইন রেজিস্ট্রেশন > অনলাইন বাছাই পর্ব > আঞ্চলিক পর্ব > জাতীয় পর্ব > জাতীয় ক্যাম্প > টিম সিলেকশন টেস্ট > আইজেএসও’২৩ বাংলাদেশ দল

  • বিডিজেএসও তে রেজিস্ট্রেশন করতে পারবে যেকোনো অঞ্চলের ৩য়-১০ম শ্রেণী ও এসএসসি’২৩ পরীক্ষার্থী এবং ১ জানুয়ারি ২০০৮ এর পরে যাদের জন্ম এমন ১১শ ও ১২শ শ্রেণির বিশেষ শিক্ষার্থীরা।
  • বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড : সমস্যা ও সমাধান সংকেত বইটির সহায়তা নিতে পারো। এছাড়া প্রস্তুতি পেজে পেয়ে যাবে বিস্তারিত।