About

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)

প্রতিবছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশ্বের কোন এক প্রান্তে আয়োজিত হয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। যেমন ২০১৭ সালে আয়োজিত হয়েছিল ১৪-তম আইজেএসও, নেদারল্যান্ডসে। বাংলাদেশ আইজেএসও-এর সদস্যপদ লাভ করে ২০১৩ সালে। পূর্ণাঙ্গ দল অংশ নিচ্ছে ২০১৫ সাল থেকে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১২তম আইজেএসও-তে অংশ নিয়ে প্রথমবারেই অর্জন করে একটি ব্রোঞ্জ পদক। এরপর ২০১৬ সালে ইন্দোনেশিয়ায় হয় বাংলাদেশের অলিম্পিয়াড ইতিহাসে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে ভালো ফল। ছয় সদস্যের দলের তিনজন অর্জন করে রৌপ্য পদক, বাকি তিনজন পায় ব্রোঞ্জ পদক। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে নেদারল্যান্ডসে বাংলাদেশ দল লাভ করে একটি রৌপ্যপদক এবং তিনটি ব্রোঞ্জ পদক।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)।

২০১৮ সালে বাংলাদেশ দল অংশ নিবে বতসোয়ানায় অনুষ্ঠিতব্য ১৫তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে। ছয় সদস্যের বাংলাদেশ দল বির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত হবে ৪র্থ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে নির্বাচিত অঞ্চলগুলোতে। আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্বের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নিবে ৪র্থ বিডিজেএসও ক্যাম্পে। যেখান থেকে নির্বাচন করা হবে বাংলাদেশ দল।

এবছর বিডিজেএসও অনুষ্ঠিত হবে তিন ক্যাটাগরিতে

  • জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি)
  • সেকেন্ডারি (৯ম-১০ম শ্রেণি)
  • বিশেষ (১১শ-১২শ শ্রেণি, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৩ সাল বা তার পরে)

বিডিজেএসও অনুষ্ঠিত হয় তিনটি বিষয়ের উপর:

  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • জীববিজ্ঞান