FAQ

 জাতীয় পর্ব সংক্রান্ত প্রশ্ন 

১. জাতীয় পর্বে কারা অংশ নিতে পারবে? তাদের তালিকা কোথায় দেখতে পাবো?

২. কখন ও কোথায় জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে?

  • ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার;  ঢাকার আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে। সকাল ৮টায় ভেন্যুর গেট খোলা হবে। এর আগে নয়। বিকেল ৫টায় অনুষ্ঠান শেষ হবে। ভেন্যুর গুগল ম্যাপ:https://goo.gl/maps/XzLEhbirsDo9KGrU7 

৩. জাতীয় পর্বে আসার সময় কি কি নিয়ে আসতে হবে? 

  • আঞ্চলিক অলিম্পিয়াড, অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াড ও স্কুল অলিম্পিয়াডের বিজয়ীদেরকে তাদের ইমেইলে পাঠানো জাতীয় পর্বের অ্যাডমিট কার্ড প্রিন্ট দিয়ে নিয়ে আসতে হবে। সাথে পরীক্ষা দেয়ার জন্য কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে হবে।

 ৪.  প্রশ্ন কেমন হবে? 

  • ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজির উপর এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত উত্তর ও লিখিত বড় উত্তরের প্রশ্ন থাকবে।

৫. ক্যাল্কুলেটর কি ব্যবহার করা যাবে?

  • হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

৬. কী কী বিষয়ে পরীক্ষা হবে?

  • পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান এ তিনটি বিষয়ে প্রশ্ন হবে। তবে প্রাইমারির ক্যাটাগরির ক্ষেত্রে তাদের বইয়ের বিষয়ে থেকে ৩ ভাগে প্রশ্ন থাকবে।

৭. বড় প্রশ্ন গুলো কীভাবে উত্তর করবো? এক কথায় উত্তর যেগুলো, সেগুলো কি রাফ করতে হবে?

  • জাতীয় পর্বে উত্তর লেখার জন্য আলাদা খাতা দেয়া হবে সেখানে বড় প্রশ্নের পুরোটা লিখতে হবে। আর এক কথায় উত্তরের জন্য খাতার পিছনে রাফ করতে পারবে।

৮. পরীক্ষার সময় কতক্ষণ?

  • পরীক্ষার সময়সীমা প্রাইমারি ক্যাটাগরির ১ ঘন্টা ৩০ মিনিটের, জুনিয়র ক্যাটাগরির ১ ঘন্টা ৪৫ মিনিটে ও সেকেন্ডারি ক্যাটাগরির ২ ঘন্টার একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৯. অনলাইন অলিম্পিয়াড এর রেজাল্ট দিয়েছে? কোথায় রেজাল্ট দেখতে পারবে?

১০. প্রতি ক্যাটাগরি থেকে কতজন কে বাছাই করা হবে?

  • যতজন উপযুক্ত বিজয়ী পাওয়া যাবে ততজনকে বিজয়ী করা হবে। নির্দিষ্ট নেই।

১১. স্কুল ড্রেস কি বাধ্যতামূলক?

  • স্কুল ড্রেস পরে আসার পরামর্শ থাকবে তবে বাধ্যতামূলক নয়। 

১২. এবার কি নিশ্চিত জাতীয় পর্ব হবে নাকি আবার তারিখ পরিবর্তন হতে পারে?

  • নিশ্চিত থাকতে পারেন। তারিখ আর পরিবর্তন করা হচ্ছে না।

১৩. জাতীয় পর্বে পরীক্ষা ছাড়া আর কী কী আয়োজন থাকতে পারে?

  • দিনব্যাপী কয়েকটি অনুষ্ঠান থাকবে। যেমন থাকতে পারে: সায়েন্স এক্সপেরিমেন্ট শো, মজার বিজ্ঞান কুইজ, বিজ্ঞান বক্তৃতা, প্রশ্ন-উত্তর পর্ব, ড্রোন ও রোবট প্রদর্শনী, পুরস্কার বিতরণী ইত্যাদি। 

১৪. জাতীয় পর্বের ফলাফল কখন দেওয়া হবে?

  • ঐদিনই বিকেলে সমাপনি অনুষ্ঠানে। 

১৫. জাতীয় পর্বে কখন উপস্থিত থাকতে হবে? অভিভাবক সঙ্গে আনা যাবে? 

  • সকাল ৮ টার মধ্যে ভেনুতে উপস্থিত থাকতে হবে। অভিভাবক সঙ্গে আসতে পারবে। কিন্তু ভেন্যুতে প্রবেশ করতে পারবে না।

১৬. জাতীয় পর্বে খাবার-দারাবের ব্যবস্থা থাকবে কিনা? 

  • শুধু মাত্র শিক্ষার্থীদের জন্য সকাল ১০ টায় হালকা নাস্তা ও দুপুরে লাঞ্চের ব্যবস্থা থাকবে। আগত অভিভবকবৃন্দ ও অতিথিরা নিজ ব্যবস্থাপনায় বাহিরে খেতে পারবেন।

১৭. ন্যাশনাল ক্যাম্প কখন আয়োজিত হতে পারে? আর কতদিন চলবে?

  • জাতীয় পর্বের পরদিন অর্থ্যাৎ ১০-১২ সেপ্টেম্বর এই তিনদিন চলবে। এটি সম্পূর্ণ আবাসিক ক্যাম্প। কোনো অভিভাবক থাকতে পারবেন না। 

১৮. যারা জাতীয় পর্বে অংশগ্রহণ করতে পারবে না তারা গিফট বা পুরস্কার গুলো কীভাবে পেতে পারে?

  • পুরস্কার ও সনদের জন্য অবশ্যই জাতীয় পর্বে অংশগ্রহণ করতে হবে। না আসতে পারলে পরবর্তি ৭ দিনের মধ্যে অফিসে এসে “কেন জাতীয় পর্বে অংশ নিতে পারেনি” তার যথাযথ প্রমান দেখিয়ে সংগ্রহ করে নিতে হবে।

১৯. একজন অনলাইন অলিম্পিয়াড বিজয়ীকে প্রত্যায়িত কীভাবে করা হবে?

  • সে তার স্কুলের আইডি কার্ড বা এই বছরের রেজাল্ট কার্ড নিয়ে আসবে। সাথে স্কুল ড্রেস পরে আসতে হবে।

২০. যাদের আঞ্চলিকের অংশগ্রহণ সনদে নাম বা অন্যান্য তথ্য ভুল এসেছে, মূল সনদে সেসব সংশোধন করতে কী করতে হবে?

  • কী তথ্য ভুল আছে তা  info@bdjso.org এই ইমেইল ঠিকানায় জানাতে হবে এবং  আঞ্চলিকের অংশগ্রহণ সনদ নিতে হলে আমাদের আঞ্চলিক আয়জকের সাথে যোগাযোগ করে এসে সংগ্রহ করতে হবে।

২১. অনেকের টেস্ট পরীক্ষা শুরু তাদের জন্য কোন ব্যবস্থা নেয়া যায় কি?

      – আমরা সবার কথা বিবেচনা করে বিভিন্ন স্কুলের পরীক্ষা ও এসএসসির টেস্ট পরীক্ষার বেশ কয়েকদিন আগে আমরা জাতীয় পর্ব আয়োজন করছি। যাতে সবাই অংশ নিতে পারে।

সাধারণ প্রশ্ন

কারা অংশ নিতে পারবে?

১. প্রাইমারি – তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।

২. জুনিয়র – ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।

৩. সেকেন্ডারি – নবম ও দশম শ্রেণি, এসএসসি ২০২৩।

৪. স্পেশাল – একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণি (কোনো বিশেষ ব্যাক্তি  জন্ম ১ জানুয়ারি ২০০৮ এর পরে)।

যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ এর পূর্বে কিন্তু ৯ম-১০ম শ্রেণীতে পড়ে বা এ বছরের এসএসসি পরীক্ষার্থী, তারা কি এই বছর অংশগ্রহণ করতে পারবে?

হ্যাঁ, আঞ্চলিক বাছাই ও জাতীয়ে পর্বে অংশ নিতে পারবে। তবে আইজেএসও-র নিয়ম অনুযায়ী বাংলাদেশ দলের সদস্য হিসেবে নির্বাচিত হবে না।

রেজিস্ট্রেশন কোথায় করব ?

https://online.bdjso.org/ -(বিস্তারিত এখানে দেওয়া আছে )

কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে?

৮ আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত।

একই ইমেইল দিয়ে কি একাধিক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করাতে পারবে?

হ্যাঁ পারবে। সেজন্য ভিন্ন ভিন্ন শিক্ষার্থীদের ইউজার নেম ও পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন হবে।

রেজিস্ট্রেশন ফী কত?

রেজিষ্ট্রেশনের জন্য কোন ফী প্রদান করতে হবে না।

অলিম্পিয়াড কবে হবে?

১১ আগস্ট ২০২৩, শুক্রবার, সকাল ১০ টায় অনলাইন বাছাই পরিক্ষা শুরু হবে।

অনলাইন অলিম্পিয়াড কোন লিংকে হবে?

https://online.bdjso.org/ এই লিংকে অনলাইন অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

কয়টি ক্যাটাগরিতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে?

চারটি ক্যাটাগরি।
১. প্রাইমারি – তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।
২. জুনিয়র – ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।
৩. সেকেন্ডারি – নবম ও দশম শ্রেণি, এসএসসি ২০২৩।
৪. স্পেশাল – একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণি (যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৮ এর পরে)।

কীভাবে বিডিজেএসও এর প্রস্তুতি নেব?

https://bdjso.org/preparation/ লিংকে বিস্তারিত পাওয়া যাবে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত

লগ ইন অপশন কোথায় পাবো?

https://online.bdjso.org/ এই ওয়েবসাইটের ডান কোণায় সবার শেষ অপশনটি।

আমি কলেজে পড়ি। যদি আমার জন্ম ২০০৭ সালের ডিসেম্বরে হয়, তবুও কি অংশ নিতে পারবনা?

না। পারবে না।

লগ ইন করতে পারতেছি না। কী করবো?

পেইজ রিফ্রেশ দিয়ে ৬ সংখ্যার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আবার চেষ্টা করুন।

রেজিস্ট্রেশন করার পরেও ইমেইল পাইনি। কী করব?

রেজিস্ট্রেশনের সময় আপনি হয়তো ভুল ইমেইল দিয়েছেন। সেজন্য ইমেইল যায়নি। আপনি যদি সঠিক ভাবে ইমেইল অ্যাড্রেস লিখে থাকেন তাহলে সেই ইমেইলের ইনবক্স এবং সোশ্যাল, আপডেটস ও প্রমোশনস বক্স চেক করুন।

ভুলবশত আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড যে মেইল টা তে পাঠানো হয়েছিল সেটা ডিলিট করে ফেলেছি। এখন আমি কী করব?

রেজিস্ট্রেশন বন্ধ হবার আগেই নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

ইউজার নেম ও পাসওয়ার্ড ঠিক থাকা সত্বেও লগ ইন হচ্ছে না, এখন আমার কী করণীয়?

ভাল করে খেয়াল করে দেখুন ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ডের আগে-পরে যেন কোনো স্পেস না থাকে।

ইউজার নেম কি হবে?

ইউজার নেম হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় আপনার ইমেইলে পাঠানো ৬ ডিজিটের সংখ্যা। এটাই তোমার রেজিস্ট্রেশন নাম্বার।

পাসওয়ার্ড ভুলে গিয়েছি। কি করব?

https://online.bdjso.org/passwordRecover এই লিংকে যেয়ে ইউজারনেম দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে হবে।

ফরগট পাসওয়ার্ড অপশন পাচ্ছি না ?

https://online.bdjso.org/passwordRecover এই লিংকে যেয়ে পাসওয়ার্ড রিসেট করতে হবে।

ইমেইলে ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ড পাইনি। কি করব?

আবার রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত সময়ের পর নতুন রেজিস্ট্রেশন করা যাবে না।

অনলাইনে মক টেস্ট অলিম্পিয়াড সংক্রান্ত প্রশ্ন

কোন ওয়েবসাইটে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে?

https://online.bdjso.org/ এই ওয়েবসাইটে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অনলাইন অলিম্পিয়াডে অংশ নিতে তোমাকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

অলিম্পিয়াডের আগে টেকনিক্যাল ব্যাপারগুলো কিভাবে প্রাকটিস করা যাবে?

অনলাইনে অলিম্পিয়াডে কিভাবে অংশ নিতে হবে? অনলাইনে কি ধরনের প্রশ্ন আসবে? কিভাবে তার উত্তর দিতে হবে? এসমস্ত বিষয়ে আগে থেকে প্র্যাক্টিস করার জন্য এই লিংকে যেতে পারো: https://online.bdjso.org/questionsets/sample

পুরনো প্রশ্ন পাওয়া যাবে কি?

পুরাতন প্রশ্ন দেখতে ভিজিট কর https://bdjso.org/questions

লগ ইন সংক্রান্ত

লগ ইন অপশন কোথায় পাবো?

https://online.bdjso.org/ এই ওয়েবসাইটের ডান কোণায় সবার শেষ অপশনটি।

কিভাবে লগ ইন করব?

বিডিজেএসও ২০২৩-এর জন্য যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছো সেই সময় তোমাদেরকে ইমেইল কনফার্ম করার জন্য একটি ইমেইল পাঠানো হয়েছিল। সেই ইমেইলে প্রাপ্ত ৬ সংখ্যার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে অনলাইন আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে।

ইউজার নেম এবং পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা

পাসওয়ার্ড ভুলে গিয়েছি। কি করব?

অলিম্পিয়াড শুরুর আগে https://online.bdjso.org/passwordRecover এই লিংকে যেয়ে ইউজারনেম দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে হবে।

লগ ইন করতে পারতেছি না। কী করবো?

পেইজ রিফ্রেশ দিয়ে ৬ সংখ্যার ইউজার নেমটা ও পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে চেষ্টা করুন। খেয়াল রাখবেন যাতে পাসওয়ার্ডের সামনে ও পিছনে কোনো স্পেস না থাকে।

রেজিস্ট্রেশন করার পরেও ইমেইল পাইনি। কি করব?

রেজিস্ট্রেশনের সময় আপনি ভুল ইমেইল দিয়েছেন। সেজন্য ইমেইল যায়নি।
তাছাড়া আপনি যদি সঠিক ভাবে ইমেইল অ্যাড্রেস লিখে থাকেন তাহলে সেই ইমেইলের ইনবক্সের সোশ্যাল, আপডেটস ও প্রমোশনস বক্স চেক করুন।

ইউজার নেম ও পাসওয়ার্ড ঠিক থাকা সত্বেও লগ ইন হচ্ছে না, এখন আমার কী করণীয়?

সাবধানতার সাথে খেয়াল করে দেখুন ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ডের আগে-পরে যেন কোনো স্পেস না থাকে।

উত্তর দেয়ার সময় যা মনে রাখতে হবে

উত্তর কিভাবে সাবমিট করবো?

প্রতিটি উত্তরের জন্য আলাদা সাবমিট বাটনে ক্লিক করে করতে হবে।

প্রতিটি প্রশ্নের নাম্বার কত?

প্রতি প্রশ্নের মান ১ নাম্বার।

কিভাবে উত্তর করতে হবে?

ইংরেজি সংখ্যায় উত্তর লিখতে হবে।
লিখিত প্রশ্নের উত্তরে একক বাদে শুধুমাত্র সংখ্যাটি ইংরেজিতে লিখে সাবমিট করতে হবে।
বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রে সঠিক অপশনটি নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আগে উত্তর দিলে কি বেশি নাম্বার পাওয়া যাবে?

না। সময় এখানে কাউন্ট করা হবে না।

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা দেয়া হয়ে গেলে আমি কি বের হয়ে যেতে পারবো?

হ্যাঁ। পেইজটা কেটে দিয়ে বের হয়ে যেতে পারবে।

প্রতিটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা সাবমিট করার পর শেষে আবারো কোনো সাবমিট বাটনে ক্লিক করতে হবে কি?

না। প্রতিটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা সাবমিট করলেই হবে।

পেইজ রিফ্রেশ করলে উত্তর গুলো নতুন করে সাবমিট করতে হবে কি?

না। একবার সাবমিট করলেই সেটি সেভ হয়ে যাবে।

উত্তর সঠিক কিনা ভুল কি করে জানব?

আমরা উত্তর জানাই না। এটা একটি অলিম্পিয়াড। এটি কোনো পরীক্ষা নয়। এখানে প্রত্যেকটি প্রশ্ন একটি নতুন সমস্যা। তাই শিক্ষার্থীরা যেন সমস্যা সমাধানে অভ্যস্ত হয়ে উঠে সেজন্য উত্তর বলে দেয়া হয় না।

ফলাফল

কিভাবে ফলাফল ঘোষণা হবে?

দেশের প্রত্যেকটি বিভাগের জন্য আলাদা আলাদা ভাবে আঞ্চলিক ফলাফল ঘোষণা করা হবে। আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে অনলাইন জাতীয় পর্ব। এরপর জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হবে ৭ম বিডিজেএসও ক্যাম্প। সেখান থেকে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

প্রস্তুতি অলিম্পিয়াড এর রেজাল্ট কখন দেয়া হবে ?

প্রস্তুতি অলিম্পিয়াডটি মূল অলিম্পিয়াডের প্রস্তুতি মাত্র। তাই প্রস্তুতি অলিম্পিয়াডের কোন ফলাফল প্রকাশ করা হবে না।

প্রস্তুতি অলিম্পিয়াড এর নাম্বার কি মূল অলিম্পিয়াডের সাথে যুক্ত হবে ?

না