৩য় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড | নিয়মাবলী
২০১৮ সালে বাংলাদেশ দল অংশ নিবে বতসোয়ানায় অনুষ্ঠিতব্য ১৫তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে। ছয় সদস্যের বাংলাদেশ দল বির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত হবে ৪র্থ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে নির্বাচিত ৮টি অঞ্চলে। আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্বের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নিবে ৪র্থ বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্পে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে বাংলাদেশ দল।
১. এবছর বিডিজেএসও অনুষ্ঠিত হবে তিন ক্যাটাগরিতে:
- জুনিয়র (৬ষ্ঠ-৮ম শ্রেণি)
- সেকেন্ডারি (৯ম-১০ম শ্রেণি)
- বিশেষ (১১শ-১২শ শ্রেণি, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৩ সাল বা তার পরে)
২. বিডিজেএসও অনুষ্ঠিত হয় তিনটি বিষয়ের উপর:
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
৩. বাংলাদেশী যে কোন শিক্ষার্থী প্রযোজ্য ক্যাটাগরিতে যে কোন একটি আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে। একাধিক আঞ্চলিক পর্বে অংশ নেওয়া যাবে না।
৪. আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, দিনাজপুর ও নেত্রকোনায়।
৫. আঞ্চলিক পর্ব ছাড়া অনলাইনে অনুষ্ঠিত হবে একটি ই-অলিম্পিয়াড। ই-অলিম্পিয়াডে যে কেউ অংশ নিতে পারবে। আঞ্চলিক পর্বে অংশ নেওয়ার কারণে কেউ ই-অলিম্পিয়াডে অংশ নিতে অযোগ্য বিবেচিত হবে না। ই-অলিম্পিয়াড নিয়ে বিস্তারিত জানতে: bdjso.org/eolympiad।
৬. আঞ্চলিক পর্বের ফলাফল জানা যাবে স্থানীয় আয়োজকের কাছে অথবা ওয়েবসাইটে। ই-অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত হবে শুধু ওয়েবসাইটে।
৭. আঞ্চলিক পর্ব এবং ই-অলিম্পিয়াডের সেরারা অংশ নিবে ৪র্থ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে।
৮. জাতীয় পর্ব থেকে বাছাইকৃতদের নিয়ে অনুষ্ঠিত হবে ৪র্থ বিডিজেএসও ক্যাম্প।
৯. ক্যাম্প থেকে বাছাই করা হবে বতসোয়ানায় অংশ নেওয়ার জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল।
১০. আঞ্চলিক পর্বে প্রশ্ন ১ ঘণ্টা ১৫ মিনিটে শিক্ষার্থীদের ১২ টি সমস্যার সমাধান করতে হবে। সমস্যাগুলো এমন হবে যাতে উত্তর দেওয়া যাবে এক শব্দে বা একটি সংখ্যায়। পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে ৩ টি করে সমস্যার সমাধান করতে হবে।
১১. জাতীয় পর্বে অলিম্পিয়াড হবে ১ ঘণ্টা ৩০ মিনিটের। আঞ্চলিকের অনুরূপ সমস্যা থাকবে ছয়টি; পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে দুইটি করে। এছাড়া প্রতিটি বিষয় থেকে থাকবে একটি করে বিশদ সমস্যা।