The Bangladesh team secured 6 Bronze Medals at the 22nd International Junior Science Olympiad (IJSO 2025) held in Sochi, Russia, marking a strong performance on the international stage.

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO): বিজ্ঞানে ছোটদের বিশ্বমঞ্চ

ঢাকা, ৫ ডিসেম্বর ২০২৫

২০২৫ সালে রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত হয় ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025)। এই আসরে বিশ্বের ২৪টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বাংলাদেশ দল এই আয়োজনে অংশগ্রহণ করে ৬ জন শিক্ষার্থী, ৩ জন দলনেতা ও ১ জন অবজার্ভার নিয়ে।

দীর্ঘ প্রস্তুতির ফলস্বরূপ বাংলাদেশ দল এই আসরে অর্জন করে ৬টি ব্রোঞ্জ মেডেল। এই অর্জন দেশের বিজ্ঞান শিক্ষায় ধারাবাহিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং ভবিষ্যতের জন্য অনুপ্রেরণার উৎস।

১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড: বিজ্ঞানপ্রেমী তরুণদের উৎসবমুখর জয়োৎসব

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫

আইইউবিএটি-তে অনুষ্ঠিত হলো ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব, যেখানে ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। কবুতর উড়িয়ে ও জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনের পর দিনব্যাপী প্রতিযোগিতা, রোবটিক্স ও ড্রোন শো, এবং বিশেষজ্ঞদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ৬০ জন বিজয়ীর মধ্যে চ্যাম্পিয়ন হন: বিহান পল (সেকেন্ডারি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ), জ্যোতির্ময় বিশ্বাস (জুনিয়র, রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমী), এবং আহানাফ আদিব (প্রাইমারি, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল)। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাজিক শো’র পর পুরস্কার বিতরণীর মাধ্যমে সমাপ্তি হয়। শীর্ষ ৬০ জন বিডিজেএসও ক্যাম্পে অংশ নেবেন, যেখান থেকে ৬ জন রাশিয়ায় ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল গঠন করবে। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত এই ইভেন্টের পৃষ্ঠপোষক ছিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং হোস্ট আইইউবিএটি।

আন্তর্জাতিক মঞ্চ

প্রতি বছর বিশ্বের সেরা স্কুলপড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। এবছরের ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত হবে  আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ২২তম পর্ব। বিডিজেএসও হলো এই অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার একমাত্র পথ।

আমাদের গৌরব

তোমার মতো মেধাবীরাই বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। বাংলাদেশ দল ইতোমধ্যে আন্তর্জাতিক মঞ্চ থেকে ১৫টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৩৯টি পদক জয় করেছে । পরবর্তী পদকটি হতে পারে তোমার!

 জাতীয় স্বীকৃতি

জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য রয়েছে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল এবং সার্টিফিকেট এবং দেশ ও বিদেশের সেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিগত বিজয়ীদের দ্বারা নিবিড় প্রশিক্ষণের সুযোগ

একনজরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

পুরো প্রতিযোগিতা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়

১. অনলাইন রেজিস্ট্রেশন: অংশগ্রহণের জন্য প্রথম ধাপ।

২.  আঞ্চলিক অলিম্পিয়াড: নিজের অঞ্চল থেকে অংশ নিয়ে বাছাই পর্বে অংশগ্রহণ।

৩.  জাতীয় অলিম্পিয়াড: আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।

৪.  বিডিজেএসও ক্যাম্প: জাতীয় পর্বের সেরা প্রায় ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প।

৫.  আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ: ক্যাম্পের সেরাদের নিয়ে গঠিত হয় ৬ সদস্যের বাংলাদেশ দল, যারা বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে।

নিয়মাবলী

পুরনো প্রশ্ন

সহায়ক বই

প্লাটিনাম স্পন্সর

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)