
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৫) এর অনলাইন নিবন্ধন চলছে।
লিংক: online.bdjso.org
আগামী ২৭ জুলাই পর্যন্ত নিবন্ধন করা যাবে।
বিজ্ঞানকে ভালোবাসো?
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত?
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড তোমার জন্যই!
স্বাগতম! বিজ্ঞানের মহোৎসবে
বিজ্ঞানের আনন্দময় জগতে তোমাকে স্বাগতম! স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি উৎসাহিত করতে এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে প্রতিবছর আয়োজিত হয় এই বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। যারা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে নিজের জ্ঞান ও সমস্যার সমাধানের দক্ষতা যাচাই করে দেখতে চাও, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

আন্তর্জাতিক মঞ্চ
প্রতি বছর বিশ্বের সেরা স্কুলপড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। এবছরের ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ২২তম পর্ব। বিডিজেএসও হলো এই অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার একমাত্র পথ।

আমাদের গৌরব
তোমার মতো মেধাবীরাই বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। বাংলাদেশ দল ইতোমধ্যে আন্তর্জাতিক মঞ্চ থেকে ১৫টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জসহ মোট ৩৯টি পদক জয় করেছে । পরবর্তী পদকটি হতে পারে তোমার!

জাতীয় স্বীকৃতি
জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য রয়েছে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল এবং সার্টিফিকেট এবং দেশ ও বিদেশের সেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বিগত বিজয়ীদের দ্বারা নিবিড় প্রশিক্ষণের সুযোগ
একনজরে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড
পুরো প্রতিযোগিতা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়
১. অনলাইন রেজিস্ট্রেশন: অংশগ্রহণের জন্য প্রথম ধাপ।
২. আঞ্চলিক অলিম্পিয়াড: নিজের অঞ্চল থেকে অংশ নিয়ে বাছাই পর্বে অংশগ্রহণ।
৩. জাতীয় অলিম্পিয়াড: আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব।
৪. বিডিজেএসও ক্যাম্প: জাতীয় পর্বের সেরা প্রায় ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয় নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প।
৫. আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ: ক্যাম্পের সেরাদের নিয়ে গঠিত হয় ৬ সদস্যের বাংলাদেশ দল, যারা বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে।


