বাগেরহাট জেলার উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতন মিলনায়তনে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতি কর্মশালা। বিজ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং অলিম্পিয়াডের উদ্দেশ্য ও ধাপ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। প্রস্তুতি কর্মশালায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। যেখানে অলিম্পিয়াডের প্রস্তুতির ধাপ , প্রশ্নের ধরন এবং বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।