১১ তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের “প্রস্তুতি কর্মশালা” চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার উদ্দেশ্যে BdJSO টিমের উদ্যোগে “প্রস্তুতি কর্মশালা” আয়োজিত হয়েছে।
কর্মশালায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রস্তুতির ধাপ ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া , অলিম্পিয়াডের ধাপ এবং আঞ্চলিক ও জাতীয় পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরা কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পায়। তারা বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে গোল্ড মেডেল জয় করার অঙ্গীকার ব্যক্ত করে , যা কর্মশালাটিকে আরও অর্থবহ করে তোলে। নির্বাচিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রক্রিয়া, প্রশ্ন পদ্ধতি, সময়সীমা এবং বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দেওয়া হয়।
প্রস্তুতি কর্মশালার বিদ্যালয় তালিকা:
১) নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়
২) চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
৩) বাগমনিরাম বালক উচ্চ বিদ্যালয়
৪) বাগমনিরাম বালিকা উচ্চ বিদ্যালয়
৫) প্রবর্তক স্কুল
৬) চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়
৭) হোসেন আহমেদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজ
এই কর্মশালাগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও অংশগ্রহণ। নিবন্ধন, প্রশ্নের ধরন, মূল্যায়ন পদ্ধতি এবং জাতীয় পর্বে যাওয়ার সুযোগ নিয়েও হয় বিস্তারিত আলোচনা।