বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে কুড়িগ্রাম জেলার দুটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধন কর্মসূচি।
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী দুই শিফটে অংশগ্রহণ করে বিজ্ঞানভিত্তিক এই কর্মশালায়। শিক্ষার্থীদেরকে অলিম্পিয়াডের প্রশ্নের ধরন, পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অন্যদিকে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালযয়ের প্রতিটি শাখায় গিয়ে শিক্ষার্থীদেরকে অনলাইন নিবন্ধনের বিস্তারিত পদ্ধতি জানানো হয় এবং সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা হয়।
সাথে সাথে অনলাইন নিবন্ধন বিষয়ে পোস্টার এবং লিফলেটসহ চিঠি প্রদান করা হয় আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে—চ
এই উদ্যোগের মাধ্যমে কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা এবং অলিম্পিয়াডে অংশগ্রহণের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী বিডিজেএসও টিম।