আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের খুলনা আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে খুলনা জিলা স্কুলে। ভোরের পাখির কিচিরমিচিরের সাথে সাথে স্কুল প্রাঙ্গণে শুরু হয় শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য।
সকাল ৮টায় রিপোর্টিং শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে খুলনা আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। উদ্বোধনী শেষে ১ ঘণ্টা ১৫ মিনিটব্যাপী মূল অলিম্পিয়াডের প্রশ্ন সমাধান পর্ব অনুষ্ঠিত হয়।
এরপর শুরু হয় অলিম্পিয়াডের বিশেষ আকর্ষণ ‘প্রশ্নোত্তর পর্ব’। এই আয়োজনে শিক্ষার্থীরা বিজ্ঞানবিষয়ক নানান প্রশ্ন করার সুযোগ পায় এবং সেগুলোর উত্তর দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মো. দিদারুল ইসলাম এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির খুলনা শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফেরদৌস হাসান, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী।
খুলনা আঞ্চলিক পর্বে প্রাইমারি ক্যাটাগরিতে ১২ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২২ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২৭ জনসহ মোট ৬১ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দিয়ে শেষ হয় খুলনা আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিকতা।
খুলনা আঞ্চলিক পর্বকে সফল করতে নিরলস পরিশ্রম করে গেছে খুলনা জিলা স্কুল কর্তৃপক্ষ, স্থানীয় আয়োজক ইউথ এন্ডিং হাঙ্গার ও আমাদের স্বেচ্ছাসেবীরা।