Loading Events

« All Events

  • This event has passed.

রামপালের শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সম্পন্ন হলো স্কুল অলিম্পিয়াড

August 11 @ 8:00 am - 1:00 pm

রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার ৮টি বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হল স্কুল অলিম্পিয়াড।

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডেররামপাল উপজেলার ‘স্কুল অলিম্পিয়াড’। রামপাল উপজেলার ৮টি বিদ্যালয়ের অফলাইনে নিবন্ধিত প্রায়১২০ জন শিক্ষার্থী অংশ নেয় স্কুল অলিম্পিয়াডে । ভেন্যু ছিল শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
দিনের শুরুতে শিক্ষার্থীরা নিবন্ধন নিশ্চিতকরণের মাধ্যমে হলে প্রবেশ করে। পরে অলিম্পিয়াডের পরীক্ষায় তারা পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ক মোট ১২টি প্রশ্ন সমাধান করে ১ ঘণ্টা ১৫ মিনিটে। পুরো অলিম্পিয়াড জুড়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও উদ্দীপনা।
এ পর্ব থেকে বাছাইকৃত সেরা শিক্ষার্থীরা সরাসরি জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে, যা তাদের শিক্ষাজীবনের জন্য একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

Details

Date:
August 11
Time:
8:00 am - 1:00 pm
Event Category:

Venue

রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়