Loading Events

« All Events

  • This event has passed.

ভোলায় অনুষ্ঠিত হলো স্কুল অলিম্পিয়াড

August 13 @ 8:00 am - 9:30 am
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর ভোলা ‘স্কুল অলিম্পিয়াড’ পর্ব।
ভোলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ‘স্কুল অলিম্পিয়াড’ পর্ব। সকাল থেকেই শিক্ষার্থীদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। স্কুল অলিম্পিয়াডে জুনিয়র ও সেকেন্ডারি দুই ক্যাটাগরিতে অংশ নেয় ২৫০-এর অধিক শিক্ষার্থী।
স্কুল অলিম্পিয়াড সকাল ১০টায় শুরু হয় এবং শিক্ষার্থীরা ১ ঘণ্টা ১৫ মিনিট সময় পায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান—এই তিন বিষয়ে সমন্বিত মোট ১২টি প্রশ্ন সমাধানের জন্য। স্কুল অলিম্পিয়াড থেকে বাছাইকৃত সেরা শিক্ষার্থীরা সরাসরি জাতীয় পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

Details

Date:
August 13
Time:
8:00 am - 9:30 am
Event Category:

Venue

ভোলা