আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর ঢাকা এবং রংপুর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট, শনিবার।
ঢাকা আঞ্চলিক পর্বের ভেন্যু: উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
গুগল ম্যাপে লোকেশন:
অনলাইন বাছাই অলিম্পিয়াড থেকে নির্বাচিত ঢাকা, নারায়ণগঞ্জ , গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং নরসিংদী জেলার শিক্ষার্থীরা ঢাকা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করতে পারবে।
অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে।
আঞ্চলিক পর্বে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। সাথে বিদ্যালয়ের আইডি কার্ড নিয়ে আসবে।
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি এবং ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।