উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নেত্রকোনা আঞ্চলিক পর্ব।
সকালের প্রথম প্রহরেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে নেত্রকোনার বিখ্যাত দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। জাতীয় সংগীত এবং উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা ওঠে নেত্রকোনা আঞ্চলিক পর্বের।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দত্ত উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মো: মজিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, নেত্রকোনা ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো: আসাদুজ্জামান ভুইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন মো: শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, নেত্রকোনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দত্ত উচ্চ বিদ্যালয়ের ভেন্যু স্মারক গ্রহণ করেন বিদ্যালযয়ের প্রধান শিক্ষক। এরপর শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে সারিবদ্ধভাবে নিয়ে যাওয়া হয়। আসন গ্রহণের পর শুরু হয় ১ ঘণ্টা ১৫ মিনিট ব্যাপী অলিম্পিয়াডের মূল পরীক্ষা। তিনটি ক্যাটাগরিতেই শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক ১২টি প্রশ্নের সমাধান করে।
পুরো আঞ্চলিক পর্ব জুড়ে শিক্ষার্থীদের চোখেমুখে ঝলমল করছিল উচ্ছ্বাস আর উদ্যমের আলো, তবে সেই সঙ্গে ছিল সামান্য শঙ্কার ছোঁয়াও—
কে হবে নেত্রকোনা আঞ্চলিক পর্বের সেরা?
কে জিতবে বিভাগীয় পর্যায়ের চ্যাম্পিয়নের মুকুট?
আর কার গলায় শোভা পাবে বিজয়ের মেডেল?
বিশেষ দ্রষ্টব্য: নেত্রকোনা আঞ্চলিক পর্বের ফলাফল কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে পাওয়া যাবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (BFF)। টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সহযোগী হিসেবে রয়েছে রকমারি ও ম্যাসল্যাব। ম্যাগাজিন পার্টনার কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।