বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)

২০১৩ সাল থেকে দেশের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা বৃদ্ধি ও বিজ্ঞান গবেষণায় আগ্রহী করে তোলার জন্য আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি। তার মধ্যে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) অন্যতম। প্রতিবছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশ্বের কোনো এক প্রান্তে অনূর্ধ্ব ১৬ বছরের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)। যেমন : ২০২৪ সালে ২১ তম আইজেএসও আয়োজিত হয়েছিল রোমানিয়ায়। বিডিজেএসও-র বিজয়ীদের থেকে বাছাইকৃত ৬ জনকে নিয়েই গঠিত হয় সেই আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর বাংলাদেশ দল।

বাংলাদেশের আইজেএসও ইতিহাস শুরু হয় ২০১৫ সাল থেকে। সেবার দক্ষিণ কোরিয়ার দেগুতে অনুষ্ঠিত আইজেএসও-তে বাংলাদেশ প্রথমবার অংশ নিয়েই একটি ব্রোঞ্জ পদক অর্জন করে। এরপর থেকে শুরু হয় আমাদের সাফল্যের যাত্রা। গত ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত যথাক্রমে ইন্দোনেশিয়ায় ৬টি, নেদারল্যান্ডসে ৪টি, বতসোয়ানায় ৬টি, কাতারে ৬টি, দুইবায়ে ৬টি, কলম্বিয়ায় ৪টি ও থাইল্যান্ডে ৬টি পদক মিলে ১৫টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ পদক সহ সর্বমোট ৩৯টি পদক অর্জন করেছে বাংলাদেশের আইজেএসও দল।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)।টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

২০২৫ সালে বাংলাদেশ দল অংশ নিবে পূর্ব ইউরোপের দেশ রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২২ তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে। সেজন্য ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে  আয়োজিত হবে ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। প্রথমে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে নির্বাচিত অঞ্চলগুলোতে। আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্বের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ নিবে ১১ তম বিডিজেএসও ক্যাম্পে। যেখান থেকে নির্বাচন করা হবে বাংলাদেশ দল।

এবছর বিডিজেএসও অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে

প্রাইমারি ক্যাটাগরি : ৩য়-৫ম শ্রেণি

জুনিয়র ক্যাটাগরি: ৬ষ্ঠ-৮ম শ্রেণি।

সেকেন্ডারি ক্যাটাগরি : ৯ম-১০ম শ্রেণি এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী যাদের জন্ম ১ জানুয়ারি ২০১০ সাল বা তার পরে।