বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৪

BdJSO’24
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৪) এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এবছর বিডিজেএসও ২০২৪-এর রেজিস্ট্রেশন চলবে অনলাইনে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ১৩ সেপ্টেনের শুক্রবার সকাল ১০ টায় অনলাইনে ১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্প সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। তারাই দুইদিনের ক্যাম্পে অংশ নিবে। এরপর টিম সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাদের রেজাল্টের পাশাপাশি, তাদের যোগাযোগ দক্ষতা, আচরণ, ফিটনেস ও অন্যান্য বিষয় বিবেচনা করে রোমানিয়ার জন্য আইজেএসও’২৪ বাংলাদেশ দল গঠিত হবে।

অনলাইন রেজিস্ট্রেশন > অনলাইন জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড > ক্যাম্প সিলেকশন টেস্ট > জাতীয় ক্যাম্প > টিম সিলেকশন টেস্ট > আইজেএসও’২৪ বাংলাদেশ দল

  • বিডিজেএসও তে রেজিস্ট্রেশন করতে পারবে যেকোনো অঞ্চলের ৩য়-১০ম শ্রেণী এবং ১ জানুয়ারি ২০০৯ এর পরে যাদের জন্ম এমন ১১শ শ্রেণির বিশেষ শিক্ষার্থীরা।
  • বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড : সমস্যা ও সমাধান সংকেত বইটির সহায়তা নিতে পারো। এছাড়া প্রস্তুতি পেজে পেয়ে যাবে বিস্তারিত।

লিংক: জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সমস্যা ও সমাধান সংকেত – আঞ্চলিক পর্ব

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড : সমস্যা ও সমাধান সংকেত – জাতীয় পর্ব