বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫–এর প্রচারণা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় বেশ কিছু বিদ্যালয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
১) সর্বাধিক অনলাইন নিবন্ধনকারী প্রতিষ্ঠান শাহজাদপুরের রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষককে বিশেষভাবে চিঠি প্রদান করা হয়। তবে সময় স্বল্পতার কারণে সেখানে প্রস্তুতি কর্মশালা পরিচালনা করা সম্ভব হয়নি।
অন্যান্য প্রতিষ্ঠানসমূহে চিঠি প্রদান:
২) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ।
৩) সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
৪) সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রস্তুতি কর্মশালা:
১. বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়:
এ বিদ্যালয়ে সরাসরি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে উৎসাহিত করা হয়।
২. সবুজ কানন স্কুল এন্ড কলেজ:
এখানে অনুষ্ঠিত প্রস্তুতি কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী পূর্বেই অলিম্পিয়াডে অনলাইন নিবন্ধন করেছে।
প্রস্তুতি কর্মশালার মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে ধারণা সমৃদ্ধ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে রাশিয়ায় যাওয়ার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে।