বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে মৌলভীবাজার জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রস্তুতি কর্মশালা ও অনলাইন নিবন্ধনের প্রচারণা কার্যক্রম। চারটি বিদ্যালয় থেকে মোট চার শতাধিক শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করে।
প্রস্তুতি কর্মশালায় অংশগ্রহণ করা বিদ্যালয় ৪টির নাম এবং কর্মসূচির সংক্ষিপ্ত আলোচনা:
১. মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।
শিক্ষার্থীরা অ্যাসেম্বলি লাইনে থাকা অবস্থায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং অনলাইন নিবন্ধনে অংশ নিতে উৎসাহিত করা হয়। বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকভাবে সহযোগিতা করেন।
২. দি ফ্লাওয়ার কে.জি. এন্ড হাই স্কুল।
উক্ত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের জন্য প্রস্তুতি কর্মশালার আয়োজন করা হয়।বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা ছিলেন অত্যন্ত অমায়িক ও সহযোগিতাপরায়ণ। অলিম্পিয়াডের প্রচারণা এবং নিবন্ধন কার্যক্রমে তারা সর্বাত্মক সহায়তা করেন।
৩. আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করা হয়। জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ধাপ, সুযোগ ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
৪. কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ।
শিক্ষার্থীদের পরীক্ষার প্রশ্নপদ্ধতি, সময়সূচি ও অনলাইন নিবন্ধনসহ বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়।
এই প্রস্তুতি কর্মশালা মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা এবং জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধিতে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।