ঘোষণা

ফলাফল প্রকাশিত!!

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৪ অনলাইন অলিম্পিয়াডের ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। একই সাথে ক্যাম্প সিলেকশন টেস্টর জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
এই অনলাইন অলিম্পিয়াডে যারা বিজয়ী হয়েছো তাদের সবাইকে “অভিনন্দন”। তারা দ্রুত পুরস্কার সংগ্রহের নির্দেশনা ইমেইলে পেয়ে যাবে।
এখন থেকে আমাদের আইজেএসও বাংলাদেশ দল বাছাইয়ের প্রক্রিয়া শুরু। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের নিয়ম অনুযায়ী এবছর যাদের জন্ম সাল ২০০৯ বা এরপর তারা ijso-তে অংশ নিতে পারবে। তাই আগামী ২০ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ৯ টায়, ঢাকায় একটি ক্যাম্পের জন্য সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত কয়েকজনকে নিয়ে আইজেএসও টিম সিলেকশন ক্যাম্পে অনুষ্ঠিত হবে। ২০ সেপ্টেম্বরের ক্যাম্প সিলেকশন টেস্টের জন্য যারা নির্বাচিত হয়েছো তাদের বিস্তারিত নির্দেশনা ইমেইলে পাঠিয়ে দেয়া হবে।

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক ১০ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৪-এর অনলাইন অলিম্পিয়াড ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।

তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার,
সময়: সকাল ১০:০০ টায়
লিংক: online.bdjso.org

এবছর রেজিস্ট্রেশনকারী সকলকে অংশ নেয়ার আমন্ত্রণ রইলো

জরুরী ঘোষণা

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৩

জাতীয় পর্বের নির্দেশনা

    • আগামী ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
    • আঞ্চলিক পর্ব, স্কুল অলিম্পিয়াড এবং অনলাইন অলিম্পিয়াডের বিজয়ী সকল শিক্ষার্থীদের সকাল ৮ টায় জাতীয় বিজ্ঞান কমপ্লেক্সে উপস্থিত হতে হবে।
    • অঞ্চলভিত্তিক আলাদা বুথ হতে প্রথমেই নতুন আইডি কার্ড এবং আঞ্চলিক, স্কুল ও অনলাইন অলিম্পিয়াড বিজয়ী হিসেবে টি-শার্ট সংগ্রহ করবে এবং বিজয়ী সার্টিফিকেট তোমাদের নিজ নিজ আসনে পৌঁছে দেওয়া হবে। বিজয়ী শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ড্রেস পরে আসার জন্য অনুরোধ করা হল। আঞ্চলিক পর্বের এডমিট কার্ড, কলম, পেন্সিল, রাবার, ক্যালকুলেটর ও জ্যামিতি বক্স সঙ্গে আনতে হবে। 
    • শিক্ষার্থীকে অবশ্যই প্রমাণ হিসেবে তার এডমিট কার্ড এবং আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে। 
    • জাতীয় পর্বে ১ ঘন্টা ৩০ মিনিটের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
  • উদ্বোধনী অনুষ্ঠানে কোনও অভিভাবক ভেন্যুতে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেক অভিভাবককে অবশ্যই আইডি কার্ড নিয়ে ভেন্যুতে প্রবেশ করতে হবে। উদ্বোধনী পর্বের পর বুথ থেকে আইডি কার্ড দেওয়া হবে। বিশেষভাবে লক্ষণীয়, অলিম্পিয়াড চলাকালীন সময়ে অভিভাবকগণ ক্লাসরুমের ফ্লোরে অবস্থান করতে পারবেন না।
  • জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স খুঁজে পেতে সমস্যা হলে গুগল ম্যপস দেখে নিতে পারো। লিংক: https://maps.app.goo.gl/HETr3DKz62eubZWUA
  • ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এর আয়োজকবৃন্দ যেকোন সময় বিডিজেএসওর নিয়মকানুন পরিবর্তন করার অধিকার রাখে।