Loading Events

« All Events

  • This event has passed.

চুনারুঘাট অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড

July 31 @ 8:00 am - 12:30 pm

স্কুল অলিম্পিয়াড ০৫ ( ৩১/০৮/২০২৫)

চুনারুঘাট অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ১৩টি স্কুলের প্রায় ৩০০শিক্ষার্থীর উপস্থিতিতে স্থানীয় আয়োজক সেবা বিজ্ঞান ক্লাব কর্তৃক দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড।


অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জগদীশ দাশ তালুকদার, একাডেমিক সুপার ভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস, চুনারুঘাট। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোছা: তৈয়বা খাতুন, সেবা বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব ডা: মোহাম্মদ আব্দুল মোছাব্বির, বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও সেবা’র কর্মীবৃন্দ।

Details

Date:
July 31
Time:
8:00 am - 12:30 pm
Event Category:

Venue

দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়