বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্ব।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (BdJSO) ২০২৫-এর জাতীয় পর্ব আগামী শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এবারের জাতীয় পর্ব আয়োজন করা হচ্ছে ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ক্যাম্পাসে।
সারা দেশ থেকে নির্বাচিত ৬০০ জন শিক্ষার্থী, যারা আঞ্চলিক পর্ব (খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, নেত্রকোনা ও চট্টগ্রাম), বিশেষ ই-অলিম্পিয়াড এবং বিভিন্ন স্কুল অলিম্পিয়াড-এর বিজয়ী তারা সবাই জাতীয় পর্বে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, সারাদেশের প্রায় দেড় শতাধিক স্কুলে প্রস্তুতি কর্মশালার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবারের বিডিজেএসও। এবারের আয়োজনে ৫০টিরও বেশি জেলা শহরের সরাসরি কার্যক্রম পরিচালনা করা হয়। অনলাইন এবং অফলাইনে মোট ১৭,০০০+ শিক্ষার্থী নিবন্ধন করে।
এরপর ০৬ আগস্ট ২০২৫ নিবন্ধিত শিক্ষার্থীদের নিয়ে একটি অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেয় ছয়টি আঞ্চলিক পর্বে। আঞ্চলিক পর্বর উদ্বোধন হয় ৯ আগস্ট খুলনা ও রাজশাহী পর্বর মধ্য দিয়ে, যেখানে নির্বাচিত সহস্রাধিক শিক্ষার্থী পৃথক দুইটি অলিম্পিয়াডে অংশ নেয়।
পাশাপাশি একটি ই-অলিম্পিয়াডও আয়োজন করা হয়, যা ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। ই-অলিম্পিয়াড এ লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বগুড়া, পাবনা, মেহেরপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলার শিক্ষার্থীরা অংশ নেয়। ই-অলিম্পিয়াড থেকে নির্বাচিত শিক্ষার্থীরা সরাসরি জাতীয় পর্বে অংশগ্রহনের সুযোগ পাবে।
২৩ আগস্ট ঢাকা ও রংপুরে আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়, শিক্ষার্থীরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ২৯ আগস্ট নেত্রকোনা আঞ্চলিক পর্বেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। সর্বশেষ, ৩০ আগস্ট চট্টগ্রাম আঞ্চলিক পর্বে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বিডিজেএসও ২০২৫ এর আঞ্চলিক পর্বের পর্দা নামে।
আঞ্চলিক পর্বের পাশাপাশি মোংলা, বাগেরহাট, রামপাল, ভোলা, মাদারীপুর, বিরল, ব্রাহ্মনবাড়িয়া, চুনারুঘাট, স্বরূপকাঠি, বরগুনা ও বরিশালে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় যেখান থেকে ৬৫ জন শিক্ষার্থী জাতীয় পর্বে অংশগ্রহণ করবে।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে আগামী ৫ সেপ্টেম্বর জাতীয় পর্ব আয়োজিত হতে যাচ্ছে। দিনব্যাপি এ উৎসবে থাকছে অলিম্পিয়াড পরীক্ষা, বিজ্ঞান কুইজ ও বক্তৃতা, প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এটি আয়োজন করছে। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)।