১১ তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ১ম “প্রস্তুতি কর্মশালা” বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজে এ অনুষ্ঠিত হয়েছে। ১১ তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (BdJSO)
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার উদ্দেশ্যে BdJSO টিমের উদ্যোগে ১৬ জুলাই ২০২৫ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজে একটি প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় তৃতীয় থেকে দশম শ্রেণির প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মশালায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের উদ্দেশ্য , অংশগ্রহণের যোগ্যতা , প্রস্তুতির ধাপ ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া , অলিম্পিয়াডের ধাপ এবং আঞ্চলিক ও জাতীয় পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরা কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নেয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর পায়।
শেষে একদল উদ্বুদ্ধ শিক্ষার্থী বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে গোল্ড মেডেল জয় করার অঙ্গীকার ব্যক্ত করে , যা কর্মশালাটিকে আরও অর্থবহ করে তোলে।
এছাড়াও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে ঢাকার মিরপুর অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে একাধিক প্রস্তুতি কর্মশালা। নির্বাচিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রক্রিয়া, প্রশ্ন পদ্ধতি, সময়সীমা এবং বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দেওয়া হয়।
প্রস্তুতি কর্মশালার বিদ্যালয় তালিকা:
১. প্রাইম ইন্টারন্যাশনাল স্কুল
২. মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইন্সটিটিউট
৩. এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ
৪. মিরপুর শাহীন স্কুল
এই কর্মশালাগুলোতে শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল আগ্রহ ও অংশগ্রহণ। নিবন্ধন, প্রশ্নের ধরন, মূল্যায়ন পদ্ধতি এবং জাতীয় পর্বে যাওয়ার সুযোগ নিয়েও হয় বিস্তারিত আলোচনা।
বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানিয়ে চিঠি প্রদান করা হয়েছে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোতে:
১. মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
২. মিরপুর বাংলা স্কুল ও কলেজ
৩. এসওএস হারম্যান মেইনার কলেজ
৪. শহীদ পুলিশ স্মৃতি কলেজ
৫. শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ
৬. বিএএফ শাহীন কলেজ
৭. আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
৮. রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
৯. মনিপুর হাই স্কুল এন্ড কলেজ
১০. আদর্শ হাই স্কুল এন্ড কলেজ
১১. ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারী এন্ড স্কুল
এছাড়াও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর সারা দেশব্যাপী প্রস্তুতি কর্মশালার অংশ হিসেবে ঢাকার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে এক উৎসাহব্যঞ্জক ও প্রাণবন্ত প্রস্তুতি কর্মশালা।
এই কর্মশালায় অংশগ্রহণ করে শতাধিক শিক্ষার্থী, যাদেরকে অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। কর্মশালায় আলোচনার মূল বিষয়গুলো ছিল—
১) অনলাইন নিবন্ধনের পদ্ধতি,
২) অলিম্পিয়াডে প্রশ্নের ধরণ,
৩) পরীক্ষার সময়সূচি ও বিভিন্ন ধাপ,
৪) প্রস্তুতির কৌশল ও প্রয়োজনীয়তা,
৫) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ।
সব তথ্যই শিক্ষার্থীদের বোধগম্য ও সহজভাবে উপস্থাপন করা হয়।
শিক্ষার্থীদের আগ্রহ এবং শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতায় কর্মশালাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।