Loading Events

« All Events

  • This event has passed.

ঢাকায় বিডিজেএসও ২০২৫ এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

August 23 @ 7:30 am - 12:30 pm

ঢাকা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ ২৩ আগস্ট, শনিবার অনুষ্ঠিত হয়ে গেলো আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১ তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর আঞ্চলিক পর্ব। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে আয়োজিত দুটি পৃথক আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে ঢাকা বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী। 

বিভাগীয় পর্যায়ে আয়োজিত আঞ্চলিক অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বিডিজেএসও এর জাতীয় পর্বে। এই লক্ষ্যে ঢাকা বিভাগের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হল আঞ্চলিক অলিম্পিয়াডের দ্বিতীয় ধাপ।

সারাদেশের ৫০টিরও বেশি জেলা শহরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি প্রচারণা ও প্রস্তুতি কর্মশালার পর অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১৭,০০০-এর বেশি রেকর্ড সংখ্যক শিক্ষার্থীর নিবন্ধন সম্পন্ন করে,  যাদের অংশগ্রহণে ৬ আগস্ট অনলাইন বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা পর্যায়ক্রমে নিজের বিভাগে আয়োজিত অফলাইন আঞ্চলিক বাছাই পর্বে অংশগ্রহণ করছে। 

ঢাকা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে  ঢাকা, নারায়ণগঞ্জ , গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং নরসিংদী জেলার প্রায় সাত শতাধিক শিক্ষার্থী। আনুষ্ঠানিকতার মাধ্যমে ঢাকা অঞ্চলের আঞ্চলিক পর্বের উদ্বোধন হয় সকাল ৮ টা ৩০ মিনিটে। এরপর নির্দিষ্ট আসনবিন্যাসের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমে  আসন গ্রহণ করে এবং এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র সহ-সভাপতি জনাব জালাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক(বিডিওএসএন)-এর সভাপতি জনাব মুনীর হাসান।

উল্লেখ্য, বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা প্রায় ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল ২০২৫।  ২০১৫

বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ম্যাগাজিন পার্টনার হিসাবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। আয়োজন সহযোগী হিসেবে আছে ম্যাসল্যাব এবং রকমারী। 

Details

Date:
August 23
Time:
7:30 am - 12:30 pm
Event Category:

Venue

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়