বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫–এর প্রচারণা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দিনাজপুর জেলায় বেশ কিছু বিদ্যালয়ে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে:
১। বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
২। বিরল রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল
৩। বিরল গ্রীন স্কুল
৪। বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়
৫। ফরক্কাবাদ এন আই স্কুল এন্ড কলেজ
এসকল বিদ্যালয়ে সরাসরি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে উৎসাহিত করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কিছু শিক্ষার্থী পূর্বেই অলিম্পিয়াডে অনলাইন নিবন্ধন করেছে।
প্রস্তুতি কর্মশালার মাধ্যমে দিনাজপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে ধারণা সমৃদ্ধ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে রাশিয়ায় যাওয়ার প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে।