বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত হলো প্রস্তুতি কর্মশালা। প্রস্তুতি কর্মশালা করা হয় নিচের দুটি বিদ্যালয়ে।
১) পটুয়াখালী কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ
২) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়
দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কর্মশালায় অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল:

নিবন্ধন পদ্ধতি,

প্রশ্নের ধরন ও নমুনা প্রশ্ন,

পরীক্ষার সময়কাল ও মূল্যায়ন পদ্ধতি,

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ।
এছাড়াও অলিম্পিয়াডের কিছু বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
দুই শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে এবং আগ্রহ ও উৎসাহ প্রকাশ করে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে নিবন্ধনের।
শিক্ষকবৃন্দও কার্যক্রম সফল করতে সহায়তা করেছেন।
এছাড়াও কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অনলাইন নিবন্ধন প্রসঙ্গে চিঠি প্রদান করা হয়।যেন অনলাইন নিবন্ধন করে তার বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা।