Loading Events

« All Events

  • This event has passed.

পর্দা নামলো বিডিজেএসও ২০২৫ চট্টগ্রাম আঞ্চলিক পর্বের

August 30 @ 8:00 am - 1:30 pm

চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হল বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৫ এর আঞ্চলিক পর্বের। মোট ৬টি আঞ্চলিক অলিম্পিয়াডের শেষ ধাপে আজ চট্টগ্রাম বিভাগের চার শতাধিক শিক্ষার্থী আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।

আজ ৩০ আগস্ট সকাল ৮ টায় চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. অনিমেষ চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি অধ্যাপক ড. আদনান মান্নান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডায়াবেটিস ও হরমোন বিভাগ এর প্রধান অধ্যাপক ডা. ফারহানা আক্তার, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান জনাব জামশেদ আহমেদ চৌধূরী, সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মোস্তফা জামাল এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি(এসপিএসবি)-এর সভাপতি জনাব মুনির হাসান ।

চট্টগ্রাম আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার শিক্ষার্থীরা। এখানে এক ঘন্টা পনেরো মিনিটের একটি পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় বিশেষ আকর্ষণ প্রশ্নোত্তর পর্ব। যেখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন করার সু্যোগ পায়।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিগণ শিক্ষার্থীদের কৌতূহলী মনের নানান প্রশ্নের উত্তর দেন। এরপর আঞ্চলিক পর্বে বিজয়ীদের মেডেল এবং সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হয় চট্টগ্রাম আঞ্চলিক অলিম্পিয়াড। চট্টগ্রামে প্রাইমারী ক্যাটাগরিতে ১৫ জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৬ জন এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে ২১ জন নির্বাচিত শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

বিডিজেএসও আঞ্চলিক পর্বের বিজয়ীরা অংশ নিবে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্বে। জাতীয় পর্ব থেকে নির্বাচিত সেরা ৬০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হবে বিডিজেএসও ক্যাম্প, যেখানে তারা নিবিড় প্রশিক্ষণ ও প্রস্তুতির সুযোগ পা্বে। ক্যাম্পের বিভিন্ন পারফরম্যান্স অনুযায়ী বাছাই করা হবে সেরা ৬ জন প্রতিযোগীকে, যাদের নিয়ে গঠিত হবে ডিসেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড(আইজেএসও)-এর বাংলাদেশ দল।

বরাবরের মতো এবারও বিডিজেএসএও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ম্যাগাজিন পার্টনার হিসাবে আছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। আয়োজন সহযোগী হিসেবে আছে ম্যাসল্যাব এবং রকমারি।

Details

Date:
August 30
Time:
8:00 am - 1:30 pm
Event Category:

Venue

সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ