Loading Events

« All Events

  • This event has passed.

বিডিজেএসও ২০২৫ অনুষ্ঠিত

September 5

বিজ্ঞানচর্চার সবচেয়ে বড় মঞ্চ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ আজ (৫ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭টা থেকে IUBAT ক্যাম্পাস মুখরিত হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর জাতীয় পর্বে সারাদেশের নানান প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারীদের পদাচরণায়।

সকল শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে চট্টগ্রামের মুসলিম হাইস্কুল থেকে আগত শিক্ষার্থী রায়হানুল করিম এসেছেন জাতীয় পর্বে অংশ নিতে। তার স্বপ্ন অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে আরোও সমৃদ্ধ করে তোলা। সূদুর সৈয়দপুর থেকে আসা একজন অভিভাবক জানালেন তিনি প্রথমবারের মতোন ঢাকায় এসেছেন নিজের সন্তানকে নিয়ে, সন্তানের সাফল্যের সারথী হতে।

বিডিজেএসও-র ইতিহাসের এবারই প্রথম চ্যাম্পিয়ন নির্বাচন করা হয়েছে। প্রাইমারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আহানাফ আদিব, জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমির ৮ম শ্রেণীর শিক্ষার্থী জ্যোতির্ময় বিশ্বা, ও সেকেন্ডারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর নবম শ্রেণীর শিক্ষার্থী বিহান পল।

আজকের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিলো প্রশ্নোত্তর পর্ব যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের কৌতুহলী মনের বিচিত্র সব প্রশ্নের উত্তর প্রদান করেছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ।

এছাড়াও দিনের মূল আকর্ষণ ছিলো রোবট ও ড্রোন শো এবং ম্যাজিক শো।

ওয়ার্ল্ড রোবট বাংলাদেশ একটি বিশেষ রোবোসোমো পর্বের আয়োজন করে।

জাতীয় পর্বে নির্বাচিত ৬০ জনকে নিয়ে আমাদের বিডিজেএসও ন্যাশনাল ক্যাম্প আয়োজিত হবে আগামী ৭-৯ সেপ্টেম্বর ২০২৫। ক্যাম্প থেকে পেয়ে যাব আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫ এর বাংলাদেশ টিম। ৬ সদস্য বিশিষ্ট এই দল রাশিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বিশ্বমঞ্চে।

বিডিজেএসও ২০২৫ কে সফল করে তোলার মূল কারিগর আমাদের বিডিজেএসও টিম, সকল ভলান্টিয়ার, অ্যাকাডেমিক মেন্টর ও পৃষ্ঠপোষককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।

জয়তু বিডিজিএসও!

Details

Date:
September 5
Event Category:

Venue

IUBAT – International University of Business Agriculture and Technology