Loading Events

« All Events

  • This event has passed.

ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত

August 2 @ 8:00 am - 11:30 am

স্কুল অলিম্পিয়াড ০৬ ( ০২/০৮/২০২৫)

ব্রাহ্মণবাড়িয়া সায়েন্স ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক স্কুল অলিম্পিয়াড। অলিম্পিয়াডে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৫টি স্কুল থেকে ২০৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অলিম্পিয়াড ভেন্যু ছিল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কনফারমেশনের মাধ্যমে প্রবেশ করানো হয়।

শিক্ষার্থীদের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন বুয়েটে শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন। তিনি BDJSO এবং IJSO এর সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশের অর্জন তুলে ধরেন। আরো বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইমামুল হোসাইন রাফি এবং বুয়েট শিক্ষার্থী রামিস ইসফার। তারপর শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন এবং সর্বশেষে বিদায়ী ঘোষণার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

Details

Date:
August 2
Time:
8:00 am - 11:30 am
Event Category:

Venue

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়