Loading Events

« All Events

  • This event has passed.

মাদারীপুরে স্কুল অলিম্পিয়াড

August 8 @ 8:00 am - 5:00 pm

স্কুল অলিম্পিয়াড ০৮ ( ০৬/০৮ /২০২৫)

মাদারীপুরের কালকিনি উপজেলায় অনুষ্ঠিত হলো বিডিজেএসও স্কুল অলিম্পিয়াড!

কালকিনি উপজেলার ১১টি স্কুলের প্রায় ৬৫০ নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে প্রায় ২০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল অলিম্পিয়াড।

অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আসরাফুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনার ইউনুছ হোসেন, সহকারী শিক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

Details