Loading Events

« All Events

রংপুর আঞ্চলিক পর্বের তারিখ ও ভেন্যু ঘোষণা

August 23 @ 8:00 am - 12:30 pm
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৫-এর রংপুর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট, শনিবার রংপুর জিলা স্কুলে।
গুগল ম্যাপ লোকেশন:
রংপুর আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবেঃ
১। রংপুর,
২। দিনাজপুর,
৩। নীলফামারী,
৪। লালমনিরহাট,
৫। কুড়িগ্রাম,
৬। জয়পুরহাট ও
৭। গাইবান্ধা জেলার শিক্ষার্থীরা
অনলাইন বাছাই অলিম্পিয়াডে নির্বাচিতদের প্রবেশপত্র ধাপে ধাপে পাঠানো হবে। অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও বিদ্যালয়ের আইডি কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের,
যৌথ আয়োজক: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।
টাইটেল স্পন্সর: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
সহযোগী: রকমারি ও ম্যাসল্যাব।
ম্যাগাজিন পার্টনার: কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা।

Details

Date:
August 23
Time:
8:00 am - 12:30 pm
Event Category:

Venue

রংপুর জিলা স্কুল