Loading Events

« All Events

  • This event has passed.

ই-অলিম্পিয়াড এর বিস্তারিত

August 16 @ 8:00 pm - 9:30 pm
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শুরু হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১১তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড।
সারাদেশ থেকে ১৭,০০০-এর বেশি শিক্ষার্থী অনলাইন ও অফলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে। সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে সারাদেশের ৬টি অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক পর্ব। এছাড়াও যে সকল জেলা আঞ্চলিক পর্বে নেই তাদের জন্য আগামী ১৬ আগস্ট রাত ৮টায় অনুষ্ঠিত হবে ই-অলিম্পিয়াড।
ই-অলিম্পিয়াডে যে সকল জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে:
লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বগুড়া, পাবনা, মেহেরপুর, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।
ই-অলিম্পিয়াডে যথাসময়ে অংশগ্রহণ করতে হবে এবং সময় নির্দিষ্ট। ই-অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে বিডিজেএসও ওয়েবসাইটে। ই-অলিম্পিয়াডের বিজয়ীরা সরাসরি জাতীয় পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
যথাসময়ে ই-অলিম্পিয়াডের লিংক পেইজে শেয়ার করা হবে। এছাড়াও উল্লেখিত জেলার শিক্ষার্থীদের বিস্তারিত ই-মেইল পাঠানো হবে।
বিশেষ দ্রষ্টব্য:
ই-অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সময় ৬ ডিজিটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিবন্ধনকৃত ই-মেইলে নিবন্ধন করার সময়েই পাঠানো হয়েছে। ‘BdJSO’ লেখে জিমেইল অ্যাপে সার্চ করলেই পাওয়া যাবে। না পেলে ‘Spam’ অপশনে চেক করবেন।
এরপরেও ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে তারা দ্রুত ইনবক্সে জানাবেন।
ইউজার আইডি এবং পাসওয়ার্ড বিষয়ক সমস্যার সমাধান দেওয়া হবে ১৬ আগস্ট রাত ৭টা পর্যন্ত।

Details

Date:
August 16
Time:
8:00 pm - 9:30 pm
Event Category:

Venue

ভার্চুয়াল