সাধারণ প্রশ্ন

কারা অংশ নিতে পারবে?

১. প্রাইমারি – তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।

২. জুনিয়র – ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।

৩. সেকেন্ডারি – নবম ও দশম শ্রেণি।

৪. স্পেশাল – একাদশ শ্রেণি  (কোনো বিশেষ ব্যাক্তি  জন্ম ১ জানুয়ারি ২০০৯ এর পরে)।

যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৯ এর পূর্বে কিন্তু ৯ম-১০ম শ্রেণীতে পড়ে বা এ বছরের এসএসসি পরীক্ষার্থী, তারা কি এই বছর অংশগ্রহণ করতে পারবে?

হ্যাঁ, অংশ নিতে পারবে। তবে আইজেএসও-র নিয়ম অনুযায়ী বাংলাদেশ দলের ৬ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারবে না।

কত তারিখ থেকে রেজিস্ট্রেশন করা যাবে?

৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে

রেজিস্ট্রেশন কোথায় করব ?

https://online.bdjso.org/ -(বিস্তারিত এখানে দেওয়া আছে )

কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে?

১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

একই ইমেইল দিয়ে কি একাধিক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করাতে পারবে?

হ্যাঁ পারবে। সেজন্য ভিন্ন ভিন্ন শিক্ষার্থীদের ইউজার নেম ও পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন হবে।

রেজিস্ট্রেশন ফী কত?

রেজিষ্ট্রেশনের জন্য কোন ফী প্রদান করতে হবে না।

অলিম্পিয়াড কবে হবে?

১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, সকাল ১০ টায় শুরু হবে।

অনলাইন অলিম্পিয়াড কোন লিংকে হবে?

https://online.bdjso.org/ এই লিংকে অনলাইন অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

কয়টি ক্যাটাগরিতে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে?

চারটি ক্যাটাগরি।
১. প্রাইমারি – তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি।
২. জুনিয়র – ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।

৩. সেকেন্ডারি – নবম ও দশম শ্রেণি, এসএসসি ২০২৪।

৪. স্পেশাল – একাদশ শ্রেণি (যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৯ এর পরে)।

কীভাবে বিডিজেএসও এর প্রস্তুতি নেব?

https://bdjso.org/preparation/ লিংকে বিস্তারিত পাওয়া যাবে।

রেজিস্ট্রেশন সংক্রান্ত

লগ ইন অপশন কোথায় পাবো?

https://online.bdjso.org/ এই ওয়েবসাইটের ডান কোনায় সবার শেষ অপশনটি।

আমি কলেজে পড়ি। যদি আমার জন্ম ২০০৮ সালের ডিসেম্বরে হয়, তবুও কি অংশ নিতে পারবনা?

না। পারবে না।

লগ ইন করতে পারতেছি না। কী করবো?

পেইজ রিফ্রেশ দিয়ে ৬ সংখ্যার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আবার চেষ্টা করুন।

রেজিস্ট্রেশন করার পরেও ইমেইল পাইনি। কী করব?

 রেজিস্ট্রেশনের সময় আপনি হয়তো ভুল ইমেইল দিয়েছেন। সেজন্য ইমেইল যায়নি। আপনি যদি সঠিক ভাবে ইমেইল অ্যাড্রেস লিখে থাকেন তাহলে সেই ইমেইলের ইনবক্স বা সোশ্যাল, আপডেটস ও প্রমোশনস বক্সগুলো চেক করুন।

ভুলবশত আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড যে মেইল টা তে পাঠানো হয়েছিল সেটা ডিলিট করে ফেলেছি। এখন আমি কী করব?

রেজিস্ট্রেশন বন্ধ হবার আগেই নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

ইউজার নেম ও পাসওয়ার্ড ঠিক থাকা সত্বেও লগ ইন হচ্ছে না, এখন আমার কী করণীয়?

ভাল করে খেয়াল করে দেখুন ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ডের আগে-পরে যেন কোনো স্পেস না থাকে।

ইউজার নেম কি হবে?

ইউজার নেম হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় আপনার ইমেইলে পাঠানো ৬ ডিজিটের সংখ্যা। এটাই তোমার রেজিস্ট্রেশন নাম্বার।

পাসওয়ার্ড ভুলে গিয়েছি। কি করব?

আপনার ব্রাউজারে পাসওয়ার্ডটি অটোসেভ করা আছে কিনা চেক করুন। যদি না থাকে তাহলে লগইনের সময় আসা ফরগেট পাসওয়ার্ড অপশন বা https://online.bdjso.org/forgot-password এই লিংকে যেয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন

ফরগট পাসওয়ার্ড অপশন পাচ্ছি না ?

https://online.bdjso.org/forgot-password এই লিংকে যেয়ে পাসওয়ার্ড রিসেট করতে হবে।

ইমেইলে ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ড পাইনি। কি করব?

আবার রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত সময়ের পর নতুন রেজিস্ট্রেশন করা যাবে না।

অনলাইনে মক টেস্ট অলিম্পিয়াড সংক্রান্ত প্রশ্ন

কোন ওয়েবসাইটে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে?

https://online.bdjso.org/ এই ওয়েবসাইটে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অনলাইন অলিম্পিয়াডে অংশ নিতে তোমাকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

অলিম্পিয়াডের আগে টেকনিক্যাল ব্যাপারগুলো কিভাবে প্রাকটিস করা যাবে?

অনলাইনে অলিম্পিয়াডে কিভাবে অংশ নিতে হবে? অনলাইনে কি ধরনের প্রশ্ন আসবে? কিভাবে তার উত্তর দিতে হবে? এসমস্ত বিষয়ে আগে থেকে প্র্যাক্টিস করার জন্য এই লিংকে যেতে পারো: https://online.bdjso.org/questionsets/sample

পুরনো প্রশ্ন পাওয়া যাবে কি?

পুরাতন প্রশ্ন দেখতে ভিজিট কর https://bdjso.org/questions

লগ ইন সংক্রান্ত

লগ ইন অপশন কোথায় পাবো?

https://online.bdjso.org/ এই ওয়েবসাইটের ডান কোনায় সবার শেষ অপশনটি।

কিভাবে লগ ইন করব?

বিডিজেএসও ২০২৪-এর জন্য যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছো সেই সময় তোমাদেরকে ইমেইল কনফার্ম করার জন্য একটি ইমেইল পাঠানো হয়েছিল। সেই ইমেইলে প্রাপ্ত ৬ সংখ্যার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে তোমাকে লগ ইন করে অনলাইন আঞ্চলিক পর্বে অংশ নিতে পারবে।

ইউজার নেম এবং পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা

ইউজারনেম ভুলে গিয়েছি। কি করবো?

https://online.bdjso.org/results এই লিংকে গিয়ে সার্চবারে আপনার নাম লিখে সার্চ দিন। যদি আপনার ডিটেইলস খুজে পেয়ে থাকেন তবে আপনার রেজিস্ট্রেশনটি সঠিক ছিল। সেখানে দেয়া ৬ ডিজিটের ইউজারনেমটিই আপনার ইউজারনেম যা দিয়ে আপনার লগইন করতে হবে।

পাসওয়ার্ড ভুলে গিয়েছি। কি করব?

আপনার ব্রাউজারে পাসওয়ার্ডটি অটোসেভ করা আছে কিনা চেক করুন। যদি না থাকে তাহলে লগইনের সময় আসা ফরগেট পাসওয়ার্ড অপশন বা https://online.bdjso.org/forgot-password এই লিংকে যেয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

  

লগ ইন করতে পারতেছি না। কী করবো?

পেইজ রিফ্রেশ দিয়ে ৬ সংখ্যার ইউজার নেমটা ও পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে চেষ্টা করুন। খেয়াল রাখবেন যাতে পাসওয়ার্ডের সামনে ও পিছনে কোনো স্পেস না থাকে।

রেজিস্ট্রেশন করার পরেও ইমেইল পাইনি। কি করব?

রেজিস্ট্রেশনের সময় আপনি ভুল ইমেইল দিয়েছেন। সেজন্য ইমেইল যায়নি।
তাছাড়া আপনি যদি সঠিক ভাবে ইমেইল অ্যাড্রেস লিখে থাকেন তাহলে সেই ইমেইলের ইনবক্সের সোশ্যাল, আপডেটস ও প্রমোশনস বক্সগুলো চেক করুন।

ইউজার নেম ও পাসওয়ার্ড ঠিক থাকা সত্বেও লগ ইন হচ্ছে না, এখন আমার কী করণীয়?

সাবধানতার সাথে খেয়াল করে দেখুন ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ডের আগে-পরে যেন কোনো স্পেস না থাকে।

উত্তর দেয়ার সময় যা মনে রাখতে হবে

উত্তর কিভাবে সাবমিট করবো?

প্রতিটি উত্তরের জন্য আলাদা সাবমিট বাটনে ক্লিক করে করতে হবে।

প্রতিটি প্রশ্নের নাম্বার কত?

২০২৪ সালে প্রতি প্রশ্নের মার্কস ভিন্ন ভিন্ন থাকতে পারে।

কিভাবে উত্তর করতে হবে?

ইংরেজি সংখ্যায় উত্তর লিখতে হবে।
লিখিত প্রশ্নের উত্তরে একক বাদে শুধুমাত্র সংখ্যাটি ইংরেজিতে লিখে সাবমিট করতে হবে।
বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রে সঠিক অপশনটি নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আগে উত্তর দিলে কি বেশি নাম্বার পাওয়া যাবে?

না। সময় এখানে কাউন্ট করা হবে না।

নির্ধারিত সময়ের আগে পরীক্ষা দেয়া হয়ে গেলে আমি কি বের হয়ে যেতে পারবো?

হ্যাঁ। পেইজটা কেটে দিয়ে বের হয়ে যেতে পারবে।

প্রতিটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা সাবমিট করার পর শেষে আবারো কোনো সাবমিট বাটনে ক্লিক করতে হবে কি?

না। প্রতিটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা সাবমিট করলেই হবে।

পেইজ রিফ্রেশ করলে উত্তর গুলো নতুন করে সাবমিট করতে হবে কি?

না। একবার সাবমিট করলেই সেটি সেভ হয়ে যাবে।

উত্তর সঠিক কিনা ভুল কি করে জানব?

আমরা উত্তর জানাই না। এটা একটি অলিম্পিয়াড। এটি কোনো পরীক্ষা নয়। এখানে প্রত্যেকটি প্রশ্ন একটি নতুন সমস্যা। তাই শিক্ষার্থীরা যেন সমস্যা সমাধানে অভ্যস্ত হয়ে উঠে সেজন্য উত্তর বলে দেয়া হয় না।

ফলাফল

কিভাবে ফলাফল ঘোষণা হবে?

১৩ সেপ্টেম্বর অনলাইন অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে এবং উত্তরপত্র যাচাই বাছাই করে কয়েকদিন পর বিজয়ীদের জানিয়ে দেয়া হবে।

প্রস্তুতি অলিম্পিয়াড এর রেজাল্ট কখন দেয়া হবে ?

প্রস্তুতি অলিম্পিয়াডটি মূল অলিম্পিয়াডের প্রস্তুতি মাত্র। তাই প্রস্তুতি অলিম্পিয়াডের কোন ফলাফল প্রকাশ করা হবে না।

প্রস্তুতি অলিম্পিয়াড এর নাম্বার কি মূল অলিম্পিয়াডের সাথে যুক্ত হবে ?

না